বড় খবর: বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি

বাংলাহান্ট ডেস্ক:  বিজেপিতে (bjp) যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। আজ বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া দলে যোগ দেন তিনি। হাতে তুলে নেন বিজেপির দলীয় পতাকা। শোনা যাচ্ছে আরো এক টলিউড অভিনেত্রী যোগ দিতে পারেন বিজেপিতে।

আসন্ন বিধানসভা নির্বাচনের (election) আগে একাধিক টলিউড (tollywood) তারকা যোগ দিয়েছেন রাজনীতিতে। তৃণমূল (tmc) বিজেপি দুই দলেই ঘটেছে তারকা সমাবেশ। রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ‍্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকাররা যেমন গিয়েছেন বিজেপিতে। তেমনি তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি মুখার্জি, রাজ চক্রবর্তী (raj chakraborty), সায়নী ঘোষ (sayani ) সহ আরো অনেকেই।

Srabanti Chatterjee 1280x720 1
কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল।সরকার। হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে যোগদান করেন পায়েল। এদিন পায়েল বলেন, বাংলার সব স্তরের মানুষ চায় বাংলার পুরনো ঐতিহ‍্য, সংষ্কৃতি আবার ফিরে আসুক। আমরা যাতে সকলে ভাল ভাবে থাকতে পারি। আরো সুন্দর জীবনযাপন করতে পারি সেই স্বপ্নটাই দেখিয়েছে বিজেপি। আর তার জন‍্য ইতিমধ‍্যেই কাজও শুরু করে দিয়েছেন তারা।

তবে রাজনীতিতে যোগ দেওয়ায় তাঁর অভিনয় কেরিয়ার কি কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে না? অভিনেত্রীর কথায়, সিনেমা মানুষকে বিনোদন দেওয়ার একটা মাধ‍্যম। আর রাজনীতি মানুষের জন‍্য কাজ করার। দুটো আলাদা মাধ‍্যম, দুটোর মধ‍্যে কোনো সংঘাত নেই।

পায়েল বলেন, “যেহেতু আমার আগে থেকেই একটা পরিচিতি আছে। মানুষের ভালবাসা আশীর্বাদ আমি পেয়েছি। আমার উচিত এই মুহূর্তে সেটা ফিরিয়ে দেওয়ার। মানুষ যদি ভাল থাকেন মানুষের জন‍্য যদি কাজ করতে পারি আমি খুব খুশি হব।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর