টাইমলাইনবিনোদন

অনেকে মেয়েকে চোখের জলে ভাসিয়ে বিয়ে করছেন শতরূপ, যাওয়াই হল না শ্রীলেখার!

বাংলাহান্ট ডেস্ক: রাজনীতি থেকে ক্ষণিকের জন‍্য নজর ঘুরিয়ে ব‍্যক্তিগত জীবনের এক নতুন অধ‍্যায়ে পা দিলেন বাম যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। বিয়ে সেরে নিলেন রাজনৈতিক জগতের অত‍্যন্ত পরিচিত এই সদস‍্য। স্ত্রী পহেলি সাহা অবশ‍্য বিনোদন দুনিয়ার মানুষ। তাই দুজনের এই বিশেষ দিনে আমন্ত্রণ ছিল অভিনয় জগতেরও একাধিক তারকার, যাঁদের মধ‍্যে অন‍্যতম নাম শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

নিজের রাজনৈতিক মতাদর্শ বরাবর সোচ্চারে প্রকাশ করে এসেছেন শ্রীলেখা। সেই সূত্রে শতরূপের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক। একসঙ্গে দু দুটি বিয়ের আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু যাওয়া হল না একটাতেও। ভিডিও বার্তায় কাঁদো কাঁদো মুখে সেকথাই জানালেন শ্রীলেখা।


বহুদিন বাদে বিয়েবাড়ির আমন্ত্রণ পেয়েছেন, জানিয়েছিলেন অভিনেত্রী। প্রথমটি হল মাসি যিনি বিগত ১৬ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন শ্রীলেখার সঙ্গে, তাঁর নাতনির বিয়ে। আর দ্বিতীয়টি শতরূপের। দুটোতেই যেতে হত। মজা করে শ্রীলেখা লিখেছিলেন, ‘অনেক মেয়েকে চোখের জলে ভাসিয়ে শতরূপ ঘোষ বিয়ে করছেন। সেখানে না গেলে ভবিষ‍্যতে ট্রোলার্সদের কনটেন্টে ঘাটতি পড়বে। অতএব সেখানেও হাজিরা দিতে হবে।’

কিন্তু সমস‍্যা একটাই। শ্রীলেখার গাড়ির চালক এদিন খুব ব‍্যস্ত ছিলেন। তাই নিজের অনুরাগীদের কাছেই গাড়ি চালকের খোঁজ চান। একজন না একজন ড্রাইভার ঠিকই পেয়ে যাবেন, এই আশায় সাজতে বসেছিলেন শ্রীলেখা। অর্ধেক মেকআপ হয়েও গিয়েছিল। কিন্তু ড্রাইভার আর এল না।


শেষমেষ দুটো বিয়েবাড়ি যাওয়াই ক‍্যান্সেল। ভিডিওতে মজা করে কাঁদো কাঁদো মুখে শ্রীলেখা বলেন, লিপস্টিকটা আর লাগানো হয়নি তাঁর। সাজটা দেখিয়ে দিলেন প্রমাণ হিসাবে যে সত‍্যিই বিয়ে বাড়ি যাওয়ার জন‍্য তৈরি হচ্ছিলেন তিনি। অবশ‍্য উপহারদুটো রাখা আছে, সেগুলো পরে দিয়ে দেবেন। পরে পুরোটা সেজেও ছবি শেয়ার করেছেন শ্রীলেখা।


শ্রীলেখা যেতে না পারলেও শতরূপের বিয়েতে গিয়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। তিনিই নতুন বর কনের ছবি শেয়ার করেছেন। বেগুনি পাঞ্জাবি ধুতিতে সেজেছিলেন শতরূপ আর মেরুন ও সোনালি রঙা বেনারসী, গয়নায় দেখা গেল পহেলাকে। বিয়ের কোনো রীতি নিয়ম মানা হয়নি। শুধু সই সাবুদ করে একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছেন শতরূপ পহেলি।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker