ভেনিস চলচ্চিত্র উৎসবে দেশের হয়ে প্রতিনিধিত্ব, সবুজ শাড়ি-স্লিভলেস ব্লাউজে মায়াবিনী শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: সবুজ শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ, হালকা গয়না, ভেনিস চলচ্চিত্র উৎসবে (Venice international film festival) হঠাৎই সকলের নজর কেড়ে নিলেন বাঙালি রমণী। শ্বেতবর্ণা বিদেশিনীদের ছেড়ে সকলের নজর তখন তাঁর দিকে। চিনতে পারলেন কে তিনি? ঠিক ধরেছেন, ভেনিসে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। বাংলা ছবির পাশাপাশি বাঙালির পোশাক, রুচি সংষ্কৃতিকেও বিশ্ব দরবারে তুলে ধরলেন অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরে ইউরোপ ঘুরছেন শ্রীলেখা। সফর শুরু করেছিলেন জুরিখ দিয়ে। তারপর সুইজারল‍্যান্ড হয়ে ভেনিস পৌঁছেছেন তিনি। গিয়েছেন অবশ‍্য কাজের সূত্রেই। দীর্ঘ ২১ বছর পর আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ মনোনীত হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই ছবিতেই অভিনয় করেছেন শ্রীলেখা। সেই সূত্রেই পাড়ি ভেনিসে।

   


সফর শুরুর থেকেই সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে তাঁর ইউরো ট্রিপের সঙ্গী করেছিলেন অনুরাগীদের। নিজের সোশ‍্যাল মিডিয়ার দেওয়াল ভরিয়ে তুলেছিলেন ছবি, ভিডিওতে। আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবের দিনেও তার অন‍্যথা হল না। তবে এদিন মডার্ন লুককে ছুটি দিয়ে বাঙালির ঐতিহ‍্যকেই আপন করে নিলেন শ্রীলেখা। বাঙালি ফ‍্যাশন ডিজাইনার অর্পণ দেবনাথের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন তিনি। শাড়ি, গয়না, ছোট্ট টিপে মোহময়ী হয়ে উঠেছিলেন শ্রীলেখা।


এদিনের একগুচ্ছ ছবি নেটমাধ‍্যমে শেয়ার করেছেন তিনি‌। পোস্টের ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তোমার ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটার আগে তোমার অস্তিত্ব সম্পর্কেও জানত না যারা তারা আজ প্রশংসা করছে। সবকিছু নিয়ে, বিশেষত আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবের জাদু দেখে আমি অভিভূত। সবকিছুর কৃতিত্ব আমার পরিচালক আদিত‍্য বিক্রম সেনগুপ্তের।’


দেশের হয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিনিধিত্ব করলেন শ্রীলেখা। ফুটিয়ে তুললেন বাঙালির ঐতিহ‍্য। অভিনেত্রীকে সাধুবাদে ভরিয়েছেন নেটিজেনরা। আজ আর কোনো ট্রোল নয়, শ্রীলেখার প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা। সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে এমনি থাকুন শ্রীলেখা, কামনা অনুরাগীদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর