ফের আইপিএলের নিলামের মঞ্চে শ্রীশান্ত, আবেগতাড়িত হয়ে পোস্ট করলেন মন ছোঁয়া বার্তা

বাংলার হান্ট নিউজ ডেস্ক: আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে নিলামের চূড়ান্ত দিনক্ষণ। বিসিসিআই নিশ্চিত করেছে যে আইপিএল যে পরবর্তী আইপিএল ভারতেই অনুষ্ঠিত করার পুরো চেস্টা করবে তারা। তাই আগে আইপিএল ২০২২-এর প্লেয়ার অকশন বেঙ্গালুরুতে ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নিলামে ওঠা ক্রিকেটারদের তালিকায় প্রত্যাবর্তন ঘটেছে একসময়ের ভারতীয় দলের তারকা পেসার এস শ্রীসান্থের। তার সাথে আরও ৫৯০ জন ক্রিকেটার দুই দিনের মেগা অকশন চলাকালীন টিভির স্ক্রিনে চোখ রাখবেন। প্রবীণ ডানহাতি পেসার চূড়ান্ত নিলাম তালিকা তৈরি করার পরে তার শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি আন্তরিক বার্তা টুইটারে পোস্ট করেছিলেন।

৫০ লাখ টাকা বেস প্রাইসে শ্রীশান্ত নিলামে উঠবেন। তিনি আইপিএল ২০২১ নিলামের জন্য নিজেকে নিবন্ধিত করেছিলেন কিন্তু চূড়ান্ত নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেটা হয়তো ভাবেননি। ৩৮ বছর বয়সী এই পেসার নিজের বার্তায় লেখেন, “আপনাদের সবাইকে ভালোবাসি..আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সর্বদা আপনাদের দেওয়া এই সুযোগের প্রতি কৃতজ্ঞ থাকবে..প্লিস চূড়ান্ত নিলামের জন্য আমাকেও আপনার প্রার্থনায় রাখুন ..ওম নম শিবায়”

এর আগে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে প্রায় শেষই হয়ে গিয়েছিল শ্রীশান্তের ক্রিকেট কেরিয়ার। এরপর অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা দিয়ে। অবশেষে সেই সাত বছরের নিষেধাজ্ঞার মেয়াদ সম্পূর্ণ করে এবং তারপরেও অনেক কাঠ-খড় পুড়িয়ে ফিরে এসে, শ্রীশান্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কেরালার হয়ে মাঠে নেমেছিলেন। শ্রীশান্তের বিরুদ্ধে ২০১৩ সালে রাজস্থান রয়্যালস সতীর্থ অঙ্কিত চ্যাভান এবং অজিত চাদিলার সাথে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। শ্রীশান্ত ভারতের হয়ে দুবারের বিশ্বকাপ বিজয়ী। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপেও দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।

তবে শ্রীশান্ত কোনও দল পায় কিনা, সেই নিয়ে আগ্রহের পাশাপাশি মেগা নিলামের অন্যান্য বড় নামগুলি, যেমন শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, রবি অশ্বিন, মহম্মদ শামি, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-রা কোন দল পান সেই দিকেও নজর থাকবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর