নির্বাসন কাটিয়ে ফের বাইশগজে শ্রীসন্ত! খেলবেন রঞ্জি ট্রফি।

আইপিএলে ম্যাচ ফিক্সিং কাণ্ডের জন্য নির্বাসিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্ত। অবশেষে এই বছরের সেপ্টেম্বর মাসেই তার নির্বাসন উঠে যেতে চলেছে। তারপরেই বিতর্কিত এই ভারতীয় পেসার কে তারই রাজ্যের দল রঞ্জিতে ট্রফির দলে সুযোগ দিতে চলেছেন। আর এই খবর জানার পরেই আবেগ তাড়িত হয়ে পড়েছেন শ্রীসন্ত।

2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের পেসার এস শ্রীসন্ত 2013 সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েন। তারপরই তাকে গ্রেফতার করা হয়। বিসিসিআই শ্রীসন্তকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করে দেয়। 2015 সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি পায় শ্রীসন্ত কিন্তু বিসিসিআই তাদের নিষেধাজ্ঞা জারি রাখে। তারপর 2018 সালে কেরলের হাইকোর্টে বোর্ডের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন শ্রীসন্ত। তারপর আদালতের নির্দেশ মেনে বিসিসিআই শ্রীসন্তের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করে দেয়।

শ্রীসন্তের নির্বাসনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। তারপর তিনি চাইলেই ফের ক্রিকেট খেলতে পারেন। আর সেই কারণেই রঞ্জি ট্রফি খেলতে চেয়ে শ্রীসন্ত কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ইতিবাচক জবাব দিয়ে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে ফিটনেস টেস্টে পাশ করলে তবেই তিনি রঞ্জি দলে সুযোগ পাবেন। আর কেরল ক্রিকেট বোর্ডের কাছে এই ইতিবাচক জবাব পেয়ে বেশ খুশি শ্রীসন্ত। ঘরোয়া ক্রিকেটে রাজ্যকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ফের ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন 37 বছর বয়সী ভারতীয় পেসার শ্রীসন্ত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর