ভুবির দুরন্ত ডেথ বোলিংয়ে ভর করে মুম্বাইকে ৩ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো SRH

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যশপ্রীত বুমরা ও তার দলকে বুমরার অস্ত্রেই কুপোকাত করলেন ভুবনেশ্বর কুমার। শেষ দুই ওভারে মুম্বাইয়ের জিততে ১৯ রান বাকি এমন অবস্থায় উইকেট মেডেন ওভার করে সানরাইজার্সকে পাঁচ ম্যাচ পরে তাদের ষষ্ঠ জয় এনে দিলেন তারকা পেসার। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩ রান জয় পেলেন উইলিয়ামসনরা এবং প্লে অফের দৌড়ে এখনও নিজেদের টিকিয়ে রাখলেন।

আজ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা ওপেনার অভিষেক শর্মাকে হারালেও আজকে ওপেন করতে নামা অপর ওপেনার প্রিয়ম গর্গ এবং রাহুল ত্রিপাঠি টানেন হায়দরাবাদের ইনিংস। প্রিয়ম ২৬ বলে ৪২ করে আউট হয়ে গেলেও টিকে ছিলেন ত্রিপাঠি। ৪৪ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। মারেন ৯টি চার এবং ৩টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গত দেন নিকোলাস পুরান (৩৮)। তাদের দৌলতে ২০ ওভারে ১৯৩ রান বোর্ডে তোলে এসআরএইচ। ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মুম্বাইয়ের রমনদীপ সিং।

mumbai indians 1

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার। রোহিত শর্মা এবং ঈশান কিষানের মধ্যে ৯৫ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু ওয়াশিংটন সুন্দরের বলে রোহিত (৪৮) ফিরতেই ছন্দ পতনের শুরু। পরপর ঈশান কিষান (৪৩), ড্যানিয়েল স্যামস (১৫) এবং তিলক ভার্মার (৮) উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন সানরাইজার্সের স্পিডস্টার উমরান মালিক।

কিন্তু মুম্বাইয়ের হয়ে তখনও ক্রিজে ছিলেন তাদের তারকা ফিনিশার টিম ডেভিড। নটরাজনের এক ওভারে ৪টি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন তিনি। সেই ওভারেই ডেভিড-কে রান আউট করে ফের হায়দরাবাদকে ম্যাচে ফিরিয়ে আনেন নটরাজন। ১৮ বলে ৪৬ রান করে আউট হন তিনি। ২ ওভারে ১৯ বাকি এমন অবস্থায় ১৯তম ওভারে রামসিংয়ের উইকেট সহ মেডেন ওভার করেন ভুবনেশ্বর কুমার। যশপ্রীত বুমরাকে একের পর এক নিখুঁত ইয়র্কার করে যান তিনি। শেষ ওভারে রমনদীপ সিং চেষ্টা করেও ১৫ রানের বেশি তুলতে পারেননি। ম্যাচ জিতে খাতায় কলমে এখনো টিকে থাকলো হায়দরাবাদ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর