গর্জন পরিণত হলো ফাঁকা আওয়াজে! শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় বাংলাদেশের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) আগে দুর্দান্ত পারফরম্যান্সের অঙ্গীকার করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু সেই প্রত্যাশা শেষপর্যন্ত পূর্ণ হলো না। প্রথমে পাকিস্তান এবং এখন শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপে বাংলাদেশের অভিযান কার্যত শেষ হয়ে গেলো। পাকিস্তানের কাছে তাদের হারতে হয়েছিল ৭ উইকেটে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা লড়াই করে ২১ রানের ব্যবধানে হারের মুখ দেখলো।

আজ টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। দুই দলের প্রথম সাক্ষাতের নায়ক সমরাবিক্রমা আজও ব্যাট হাতে উজ্জ্বল। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। ৭২ বলে ৮ টি চার ও ২ টি ছক্কা সহ ৯৩ রানের ইনিংস খেলেন তিনি।

   

তবে তিনি আর পাথুম সিলভা (৪০) ছাড়া আর কেউ বড় রানের ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ ৩ টি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ২৫৭ রান তোলে শ্রীলঙ্কা। কৃপণ বোলিং করেছিলেন দুই স্পিনার সাকিব ও নুরুল।

এরপর রান তাড়া করতে নেমে শান্তর অভাব প্রতি পদক্ষেপে অনুভব করে বাংলাদেশ। টপ অর্ডারে কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি। শেষে ২২ বছর বয়সী তৌহিদ হৃদয়ের ৮২ রানের ইনিংস তাদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু তাতে শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। ৪৮.১ ওভারে ২৩৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে কৃপণ বোলিং করে ৩ টি উইকেট নেন অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশকে রানের গতিই বাড়াতে দেননি স্পিনার দুনিত ওয়ালেগা। বান বিলিয়ে দিলেও ৩ টি করে উইকেট পান চেন্নাই সুপার কিংসে খেলে যাওয়া মহেশ থিকসেনা ও মাথিশা পাথিরানা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর