বাংলাহান্ট ডেস্ক : বলিউডের বহুল জনপ্রিয় জুটি ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং শ্রীদেবী। তাঁদের সম্পর্ক একসময় ছিল ”টক অফ দ্য টাউন’। কী অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, তাঁদের জুটি বরাবর ঝড় তুলেছে বলিউডে। নিজেরা কখনো প্রকাশ্যে স্বীকার না করলেও তাঁদের সম্পর্কের ব্যাপারে জানতে বাকি ছিল না কারোরই। এমনকি শোনা গিয়েছিল, গোপনে নাকি বিয়েও করেছিলেন শ্রীদেবী এবং মিঠুন (Mithun Chakraborty)। কিন্তু এত উথালপাথাল প্রেমও একসময় ফিকে হয়।
গোপন সম্পর্কে জড়ান মিঠুন (Mithun Chakraborty) শ্রীদেবী
বাস্তবে এক হতে পারেননি মিঠুন (Mithun Chakraborty) শ্রীদেবী। এ বিষয়ে এত বছর পর মুখ খুললেন জুটির ঘনিষ্ঠ অভিনেত্রী সুজাতা মেহতা। মিঠুন (Mithun Chakraborty) শ্রীদেবীর চর্চিত প্রেম নিয়ে সম্প্রতি কিছু অজানা তথ্য শেয়ার করেন তিনি। অভিনেত্রী জানান, পরস্পরকে নাকি পাগলের মতো ভালোবাসতেন তাঁরা। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন শ্রীদেবী।
ভেঙে পড়েছিলেন অভিনেত্রী: সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবী সম্পর্কে সুজাতা বলেন, ওই সময় মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কাজের প্রতি নিজের মনোযোগ ধরে রেখেছিলেন তিনি। শুটিংই ছিল তাঁর ফোকাস। তবে বিচ্ছেদের পর মিঠুনকে (Mithun Chakraborty) নাকি এড়িয়েই চলতেন শ্রীদেবী। এমন ভাব করতেন যেন ওই নামে কেউ কখনো ছিলেনই না। আর শুটিং শেষে এক কোণায় চুপ করে বসে থাকতেন তিনি।
আরো পড়ুন : কেমন পাত্রী চাই, জানিয়ে দিলেন দেব, দেখার মতো হল রুক্মিণীর মুখের এক্সপ্রেশন!
বিবাহিত সত্ত্বেও সম্পর্কে জড়ান মিঠুন: শোনা যায়, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নাকি গোপন সম্পর্কে ছিলেন মিঠুন (Mithun Chakraborty) শ্রীদেবী। সে সময়ে নিজের কেরিয়ার কে শীর্ষে তোলার চেষ্টায় ছিলেন অভিনেত্রী। অন্যদিকে মিঠুন ততদিনে বিবাহিত। প্রথম স্ত্রী হেলেনা লিউকের সঙ্গে বিচ্ছেদের পর যোগিতা বালিকে বিয়ে করেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নাকি শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন মিঠুন (Mithun Chakraborty)।
আরো পড়ুন : বাংলাদেশের “ভাঁড়ে মা ভবানী”, সীমান্ত পেরিয়ে ফসল কেটে পালাচ্ছে “চোর”-এর দল! নতুন চিন্তা BSF-এর
এদিকে শোনা যায়, মিঠুন শ্রীদেবীর গোপন প্রেম নিয়ে লেখালেখি শুরু হতেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন যোগিতা বালি। এই ঘটনার পর মিঠুন স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শ্রীদেবী উপলব্ধি করেন যে, অভিনেতা নিজের স্ত্রীকে ডিভোর্স দেবেন না। এর মাঝেই ১৯৮৭ সাল নাগাদ বনি কাপুরের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয় শ্রীদেবীর। মিঠুনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।