দুর্দান্ত উদ্যোগ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের! উৎক্ষেপিত হবে নিজস্ব স্যাটেলাইট, কী কাজ করবে এই উপগ্রহ ?

বাংলাহান্ট ডেস্ক : সবাইকে চমকে দিয়ে একটি দুর্দান্ত মহাকাশ কর্মসূচি আরম্ভ করতে চলেছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (IN-SPACE) অনুমোদন দিয়েছে এই প্রকল্পকে। এই প্রকল্পে থাকতে চলেছে এএমইউ-এর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানের নামানুসারে প্রথম স্যাটেলাইট প্রোগ্রাম ‘SS AMU SAT’।

AMU রোবো ক্লাবের অধীনে SS AMU SAT হল একটি ন্যানোস্যাটেলাইট প্রকল্প যা 2021 সালের নভেম্বরে শুরু হয়। 3U কিউবস্যাট স্যাটেলাইটটির একাধিক উদ্দেশ্যের মধ্যে অন্যতম  উদ্দেশ্য হল দেশের বিভিন্ন দরিদ্র জেলাগুলি চিহ্নিত করে তাদের আর্থিক উন্নয়ন অধ্যয়ন করা ও মাল্টিমিডিয়া ট্রান্সমিশনের জন্য অভ্যন্তরীণ উন্নত ইমেজ কম্প্রেশন প্রযুক্তি বলবৎ করা।

আরোও পড়ুন : মোবাইল থেকে মেকআপ, খেলনা থেকে রান্না’র সবকিছুই মিলবে দুর্দান্ত ছাড়ে! বিশেষ অফার Flipkart’র

SS AMU SAT-এর অনুমোদন, নিবন্ধন, ফ্রিকোয়েন্সি বরাদ্দ এবং প্রবর্তনের জন্য IN-SPACE-এ 2023 সালের জানুয়ারিতে প্রকল্পটি জমা দেওয়া হয়। 2023 সালের সেপ্টেম্বরে, IN-স্পেস ডিরেক্টর ড. পি.কে. জৈনের নেতৃত্বে স্টুডেন্ট স্যাটেলাইট কমিটি নকশাটি পর্যালোচনা করে। একটি স্মারকলিপি স্বাক্ষর করা হবে বলেও জানা গেছে।

1513245749php6h3eik

পূর্তি ভার্শনি এবং ড. সি.এ. প্রভাকর (প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর, ISRO) এবং ফারাজ আহমেদ (2013 ব্যাচের প্রাক্তন ছাত্র) এই প্রকল্পের সাথে যুক্ত ছাত্রদের প্রথম থেকে সাহায্য করেছেন। আগামী ছয় মাসের মধ্যে শুরু হতে পারে এই প্রকল্পটি। সব মিলিয়ে, এই প্রকল্পটিকে ঘিরে দেশজুড়ে তুমুল চর্চা চলছে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর