সুখবরঃ SSC আয়োজন করছে চতুর্থ দফায় প্রধান শিক্ষকদের কাউন্সেলিং

বাংলাহান্ট ডেস্কঃ বছরের শুরুতেই শিক্ষকদের জন্য সুখবর আনল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে ২০১৭ সালের সরকারি বিদ্যালয় এবং সরকারি সাহায্য প্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক (পার্বত্য অঞ্চল ব্যতীত) বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক পদের পরীক্ষায় ওয়েটলিস্টে থাকা শিক্ষকদের কাউন্সেলিং শুরু হতে চলেছে।

এই কাউন্সেলিং আয়জিত হবে আগামী ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দফতরে। ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে কমিশনের নিজস্ব ওয়েবসাইট http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/ -এ।

teacher 647 102116013630

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, উত্তীর্ণ কোনও শিক্ষককেই তারা ডাকযোগে আমন্ত্রন পত্র পাঠাবে না। ১৫ জানুয়ারি থেকে কমিশনের ওয়েবসাইট থেকে এই আমন্ত্রন পত্র সংগ্রহ করতে হবে। ১৪ ডিজিট রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ডাউনলোড করে নিতে হবে এই আমন্ত্রন পত্র।

দেখে নিন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেই বিজ্ঞপ্তি

It is hereby notified for all concerned that 4th Phase Counselling programme for the
Waitlisted candidates in relation to 1st SLST (HM), 2017 will be held on 17.01.2020 at the address
noted above. All the concerned candidates are informed to attend the counselling programme on
scheduled dates.
Detailed information of available vacancies can be noticed and Intimation letter for
counselling can be downloaded on & from 15.01.2020 from the Website of the Commission by
putting fourteen (14) digits Roll Number and Date of Birth.
No hard copy will be sent.

সম্পর্কিত খবর