সুপ্রিম কোর্টে ঝুলছে SSC ২৬০০০ মামলা! এরই মাঝে শুক্রে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শিক্ষকরা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছরেরও বেশি সময় ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সরগরম গোটা রাজ্য। ২০২৪ সালের  এপ্রিল মাসেই ২০১৬ সালের এসএসসি-র (SSC) সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে, মোট ২৬০০ জনের।

SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শিক্ষকরা

এরইমধ্যে এই মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি এই নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। একসপ্তাহ আগেই এই মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে ২০১৬ সালের প্যানেল থেকে আদৌ যোগ্য-অযোগ্য প্রার্থী আলাদা করা সম্ভব কিনা সেই বিষয়ে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন ছিল বৈধ ও অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা কি আলাদা করা সম্ভব? সেইসাথে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য যদি বৈধ-অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা তৈরী করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হবে। তারই প্রতিবাদে এবার পথে নামছেন রাজ্যের যোগ্য চাকরিজীবীরা। প্রসঙ্গত গত শুক্রবার থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে বসছেন ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) চাকরিজীবীরা।

তাদের নিয়োগ  বৈধ নাকি অবৈধ, নাকি হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই পুরো প্যানেল বাতিল হবে তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা। এরইমধ্যে জানা যাচ্ছে  আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় চাকরিজীবীরা বিকাশ ভবন, এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন। অপরদিকে সূত্র মারফত খবর, আগামীকাল বেলা সাড়ে ১১ টা নাগাদ ওয়াই চ্যানেলে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানাবেন আন্দোলনকারী চাকরিজীবীরা।

আরও পড়ুন: শিল্পীদের ‘বয়কট’ প্রসঙ্গে কুণালের কথায় সায় নেই অভিষেকের! তুঙ্গে নতুন জল্পনা

জানা যাচ্ছে আগামীকালের কর্মসূচিতে যোগ দিতে সারা রাজ্যজুড়ে যত জন যোগ্য চাকরিজীবীরা আছেন সবাই আসছেন। ওয়াই চ্যানেল থেকে দুই দলে  ভাগ হয়ে শিক্ষকদের মধ্যে একদল যাবেন বিকাশ ভবন আর একদল থাকবেন ওয়াই চ্যানেলে।

SSC recruitment scam the protest of SSC job aspirants continues for 1165 days

চাকরিজীবীদের প্রতিনিধি দল আজ নবান্ন গিয়েছিলেন। কিন্তু জানা যাচ্ছে আজ  চিফ সেক্রেটারির সঙ্গে তাঁদের কথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও আজ তা সম্ভব হয়নি। আগামীকাল চিফ সেক্রেটারি সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, আগামীকাল আরও একবার  নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন চাকরিজীবীদেরই একটি প্রতিনিধি দল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর