SSC মামলায় জাল গোটাচ্ছে CBI, শান্তিপ্রসাদ সহ এই পাঁচ জনের বিরুদ্ধে দায়ের হল FIR

বাংলা হান্ট ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচ জনের বিরুদ্ধে সিবিআইয়ের তরফে নতুন করে এফআইআর দায়ের করা হল। জানা গিয়েছে, ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। জামিনঅযোগ্য ৪৬৮ ধারাও যুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকদের অনেকে এসএসসি তদন্তে সিবিআইয়ের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ মোড় বলেই মনে করছেন ।

জানা গিয়েছে, শান্তিপ্রসাদ সহ এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদের সম্পত্তির হিসেবের দিকেও নজর রাখছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এই নিয়ে তথ্য চেয়েছে। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী । ঠিক তার পরেই দেখা যায় এসপি সিনহা ঢুকছেন নিজামে। CBI যেই পাঁচজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে সেই তালিকায় রয়েছে এসএসসির তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের, তৎকালীণ চেয়ারম্যান সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহার।

শুক্রবার রাতে যখন শান্তিপ্রসাদ নিজাম প্যালেসের লিফটের দিকে এগিয়ে যাচ্ছেন তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, সিবিআই যে আপনার কাছে নথি চেয়েছিল, সেগুলো সব দিয়েছেন? জবাবে তিনি বলেছিলেন, “ওঁরা আমার কাছে যা চেয়েছিল সব দিয়েছি।” তারপর দেখা গেল শনিবার তাঁর বিরুদ্ধে নতুন আরও একগুচ্ছ ধারায় এফআইআর দায়ের করল সিবিআই।

এসএসসি-র প্রোগ্রামিং বিভাগের প্রধান সমরজিৎ আচার্যেরও এই তালিকায় নাম রয়েছে । ঘটনা হল, প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বাধীন কমিটি হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল তাতে ১১ জনের নাম ছিল। সমরজিতের নামও তাতে ছিল। সেই সময়ে বিরোধীদের বক্তব্য ছিল, তার মানে এটা স্পষ্ট কলকাঠি নেড়ে কম্পিউটারাইজড সিস্টেমে প্যানেল ওলটপালট করে দেওয়া হয়েছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর