শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো SSC

 

 

বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে।এই নিয়ে বহুদিন ধরেই সোচ্চার বিরোধীরা। বহুবার রাজপথে নেমেছে মানুষের ঢল। সরকারের বিরুদ্ধে সংগঠিত হয় আন্দোলন।এর মাঝেই  দিন কয়েক আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষক চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে৷ কমিশন এই পর্বে ৭০৬টি আসনে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে৷ এবার নবম ও দশম শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন৷ নবম ও দশম স্তরে চাকরি প্রার্থীদের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এবং একইসঙ্গে প্রকাশিত হয়েছে শূন্যপদের তালিকা ৷ ডাউনলোড করা যাচ্ছে ইন্টিমেশন লেটার৷ নবম ও দশম শ্রেণিতে শূন্যপদ ছিল ১৪ হাজার৷ প্রথম কাউন্সেলিংয়ে ৪ হাজার এবং  দ্বিতীয় ও তৃতীয় কাউন্সিলিং ৫ হাজার প্রার্থী মনোনীত হন৷

প্রার্থীদের দাবি ছিল আপডেট তালিকা প্রকাশ করে শূন্যপদ পূরণ করুক সরকার। এবং সেই  দাবি নিয়ে গত ২৮ ফেরুয়ারি তারিখ থেকে মার্চ মাসের ২৮ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস ধরে আন্দোলন ও অনশন  চালিয়ে ছিলেন প্রার্থীরা ।অবশেষে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন এবং গঠিত হয় কমিটি। তার পর ই প্রত্যাহার করা হয় আন্দোলন। কিন্তু তার পরেও চূড়ান্ত নিয়োগ থমকে ছিল৷এত লড়াই এর পর অবশেষে সেই প্রক্রিয়া শুরু করল এসএসসি৷ আন্দোলনরত এস এস সি চাকরিপ্রার্থীদের জানায়, আপডেট ভ্যাকান্সি তৈরি এবং  সকলকে যদি চাকরির ব্যবস্থা সরকার না করে দেয় তাহলে আবারও সংগঠিত হবে আন্দোলন এবং তা হবে আরও জোরদার।

সম্পর্কিত খবর