SSKM ভর্তি নিল না অনুব্রত মণ্ডলকে! এবার কী CBI-র দুয়ারে যাবেন কেষ্ট?

বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত মণ্ডলকে ভর্তির নেওয়ার কোনও প্রয়োজনই নেই। পরিস্কার করে জানিয়ে দিল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) কর্তৃপক্ষ। সিবিআই-এর তলবের পরও সোমবার সকালে সোজা এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডে পৌঁছে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় (Cattle/Cow Smuggling Case) তদন্তের মুখোমুখি না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে যান তিনি। সোমবার বেলা ১২টা ২৫ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে ঢোকেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। হাসপাতাল সূত্রে জানা যায়, উডবার্নের ২১৬ নম্বর কেবিন বরাদ্দ করা হয় কেষ্টর জন্য।

   

তাঁর শরীর পরীক্ষা করেন সাতজন চিকিৎসকের একটি দল। এই দলে ছিলেন মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ, সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিও বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডল, চেস্ট বিভাগের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, ইউরোলজি বিভাগের চিকিৎসক দিলীপ পাল, এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসক শুভঙ্কর চৌধুরি এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক রাজেশ প্রামাণিক। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা বলেন ‘কেষ্ট’কে এই মুহুর্তে ভর্তি করার কোনও প্রয়োজনই নেই। তবে তাঁর শরীরের অবস্থার বিষয়ে মুখ খুলতে চাননি কোনও চিকিৎসকই। সোমবারের মধ্যেই তাঁকে সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন, হাসপাতাল থেকে বেরিয়ে অনুব্রত যাবেন কোথায়? সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

শারীরিক অসুস্থতার কথা আগেই জানিয়ে দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। সোমবার যে তিনি যেতে পারবেন না, তাও জানা তৃণমূল নেতা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আবেদন খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই পরবর্তী কী সিদ্ধান্ত নেবে, তা এখনও জানা যায়নি। এর আগেও মোট পাঁচবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে নোটিস পাঠায় সিবিআই। টানা পঞ্চম নোটিসের পরই কলকাতায় যান কেষ্ট। কিন্তু সিবিআই দফতর নয়, উল্টে এসএসকেএম হাসপাতালেই ভর্তি হয়ে যান তিনি। এরপর যেদিন তিনি হাসপাতাল থেকে বের হন, সেদিনই ষষ্ঠ নোটিস পাঠায় সিবিআই।

তখন এক রকম বাধ্য হয়েই হাজিরা দেন অনুব্রত। টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সোমবার বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে আবারও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর প্রাক্তন নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। হদিশ পাওয়া গেছে তার বিপুল পরিমাণ সম্পত্তির। সম্প্রতি সায়গল-ঘনিষ্ঠ টুলু মণ্ডলের বাড়িতেও তল্লাশিতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, তার একাধিক জমির দলিল, কিছু দামী গাড়ির কাগজপত্র, ৪০টিরও বেশি ডাম্পারের কাগজ, বেশকিছু একাউন্টের তথ্য, টাকা লেনদেনের কিছু নথি ও বেশকিছু নগদ টাকারও খোঁজ পেয়েছেন আধিকারিকরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর