পন্থের পাশে দাঁড়িয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন যুবরাজ সিং।

2019 বিশ্বকাপের সেমিফাইনালে যখন দায়িত্বের সাথে ব্যাটিং করা উচিত ছিল, সেই সময় দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট ছুরে দিয়ে এসেছিলেন ঋষভ পন্থ। ঋষভ পন্থের ওই দাতিত্ব জ্ঞানহীন শট দেখে রেগে গিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

তবে এইদিন প্রাক্তন ভারতীয় বাঁহাতি তারকা অলরাউন্ডার যুবরাজ সিং পুরো ঘটনার জন্য দায়ী করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের। যুবরাজ সিং এর মতে টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের জন্য হারতে হয়েছিল ভারতীয় দলকে। এতে পন্থের কোনো প্রকার দোষ নেই।

কেভিন পিটারসেনের সঙ্গে লাইভ চ্যাটে যুবি বলেন সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে 91 রানে ভারতের 6 উইকেট হয়ে গিয়েছিল ভারতের। সেই সময় ধোনির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান থাকার সত্ত্বেও নামানো হয়েছিল পন্থকে। সেই ম্যাচটি ছিল পন্থের ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে ম্যাচ। টিমের যখন ওই রকম অবস্থা তখন মাত্র পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলা পন্থের থেকে ভালো পারফরম্যান্স আসা করা ভুল। সেই কারণে যুবি বলেন পন্থ নয় বরং ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের জন্যই বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর