বুড়ো হাড়ে ভেলকি! ৪০ বছর বয়সে ইংল্যান্ডের মাটিতেই ব্রিটিশ প্রতিপক্ষকে হারিয়ে টেবিল টেনিসে সোনা জয় শরৎ কমলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে সোনা জিতে কমনওয়েলথে নিজের এবারের যাত্রায় ইতি টানলেন ভারতের তারকা টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল। চলতি কমনওয়েলথ গেমসে সবরকম বিভাগ মিলিয়ে এটি তার তৃতীয় স্বর্ণপদক জয়। আজ পুরুষদের সিঙ্গেলসে নিজের অধরা স্বর্ণপদক জিতে নিলেন তিনি। ৪০ বছর বয়সী ভারতীয় তারকা ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশ প্যাডলার লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ গেমে পরাজিত করেন।

কমনওয়েলথ গেমসেও আজকের সোনা ছিল তার চতুর্থ সিঙ্গেলস পদক৷ এই নিয়ে কমনওয়েলথে দ্বিতীয়বার স্বর্ণপদক জিতলেন তিনি। সবরকমের বিভাগ মিলিয়ে তিনি এই প্রতিযোগিতার বিভিন্ন সংস্করণে নিজের পদক সংখ্যা ১৩তে তুলে নিয়ে এসেছেন। এর আগে ২০২২ সংস্করণে, শরথ পুরুষদের দলগত ইভেন্টে একটি স্বর্ণপদক জিতেছিলেন। তারপর পুরুষদের ডাবলসে তিনি একটি রৌপ্য জিতেছিলেন আর গতকাল মিক্সড ডাবলসে তিনি আরও একটি সোনা জয় করেছিলেন।

ভারতের সর্বকালের অন্যতম সেরা এই প্যাডলার পুরুষদের সিঙ্গেলসে বিভাগের রাউন্ড-অফ-৩২-এ অস্ট্রেলিয়ার ফিন লিউকে স্ট্রেট সেটে হারিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। তারপর শেষ ষোলো-তে তিনি নাইজেরিয়ার প্রতিপক্ষ বিশ্বের নবম বাছাই ওলাজিদে ওমোতায়োর বিরুদ্ধে প্রথম দুটি গেম পিছিয়ে পরেও দুর্দান্ত জয় পান। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি সিঙ্গাপুরের কুইক ইয়ং আইজ‍্যাকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন।

পুরুষদের সিঙ্গেলসে স্বর্ণপদক জিতে শরৎ কমল এবার ভারতকে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ২১তম স্বর্ণপদক উপহার দিয়েছে। এর আগে বার্মিংহ‍্যামে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন যথাক্রমে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলস এবং পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে স্বর্ণপদক এনে দিয়েছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর