জি বাংলার কাছে লাগাতার হার, রাতারাতি “মোড় ঘোরানো” পর্বে বদলে গেল আমূল ট্র্যাক! ঝড় আসছে TRP-তে

বাংলাহান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি তালিকায় মূলত দুই চ্যানেলের সিরিয়ালের (Serial) মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলা এবং স্টার জলসা, দুটি চ্যানেলই টিআরপির দিক দিয়ে পরস্পরকে ছেড়ে কথা বলতে রাজি নয়। তবে ইদানিং স্টার জলসা বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। জি বাংলার অধিকাংশ মেগার (Serial) কাছেই টিআরপিতে হারতে হচ্ছে জলসাকে।

টিআরপিতে পিছিয়ে গিয়েছে জলসার সিরিয়াল (Serial)

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় জি বাংলারই রমরমা দেখা যাচ্ছে। প্রথম পাঁচে বেশি রয়েছে জি এর ধারাবাহিক (Serial)। বিশেষ করে বিকেল থেকে প্রাইম স্লটগুলিতে পিছিয়ে পড়ছে জলসা। উপরন্তু দুটি নতুন সিরিয়াল এনেছে জি বাংলা। যে স্লটগুলিতে টিআরপি কম, সেখানেই এসেছে নতুন মেগা (Serial)। অন্যদিকে এবার বড় চমক দিল জলসা।

Star jalsha changed this serial track

বদলে গেল গল্পের ট্র্যাক: টিআরপি ধরতে একটি সিরিয়ালের (Serial) গল্প আমূল বদলে দেওয়া হয়েছে। রাতারাতি নতুন ট্র্যাক শুরু হয়ে গিয়েছে। গল্পও এগিয়ে গিয়েছে অনেকটা। সবথেকে বড় ব্যাপার, নায়ক যেমন উধাও হয়েছে, তেমনি আবার আরেক নতুন নায়িকাও জুড়েছে সিরিয়ালে (Serial)। দর্শকরা আশাবাদী, এবার এক ধাক্কায় বাড়তে পারে টিআরপি।

আরো পড়ুন : মহাকুম্ভের পুণ্যভূমিতে নারী নির্যাতন! রুদ্রমূর্তিতে নায়িকা, রেকর্ড ভাঙবে TRP

কী চলছে সিরিয়ালে: স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘গৃহপ্রবেশ’। ভিন্ন ধরণের প্রেক্ষাপটে সিরিয়ালটি শুরু হলেও জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’র বিপরীতে টিআরপি তুলতে পারেনি। কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিকটি (Serial) এখনো স্লট লিডার হতে পারেনি। তাই এবার গল্পে আমূল পরিবর্তন এনেছেন নির্মাতারা। নতুন ট্র্যাকে দেখানো হয়েছে, আদৃতের মৃত্যু হয়েছে। তার কফিনবন্দি দেহ ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে সেবন্তী, শুভলক্ষ্মী।

আরো পড়ুন : স্লট বদলেও হল না শেষরক্ষা, চলতি মাসেই শেষের মুখে জলসার সিরিয়াল!

ছেলের শেষ ইচ্ছা মনে রেখে শুভলক্ষ্মীকে বুকে জড়িয়ে ধরে সেবন্তী। রাতারাতি গল্প (Serial) এগিয়ে গিয়ে দেখা যায় সন্তানের মা হয়েছে শুভলক্ষ্মী। কিন্তু আদৃতের পরিবার সে মারা গিয়েছে ভাবলেও আদৌ মৃত্যু হয়নি তার। সিরিয়ালে ডাক্তারের চরিত্রে নতুন নায়িকা হিসেবে পা রেখেছেন কৌশাম্বী। তার চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবে আদৃত। তবে টেলিপাড়ায় গুঞ্জন, এই ধারাবাহিক নাকি ছেড়ে দেবেন সুস্মিত মুখোপাধ্যায়। সত্যিই কি নায়ক বদলে যাবে গল্পে, নাকি নতুন চমক নিয়ে ফিরবেন তিনি, উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর