মহাকাশে পৌঁছে গিয়েছে ৫২ টি স্যাটেলাইট, ভারতীয়দের শীঘ্রই সুখবর দিতে চলেছেন Elon Musk

বাংলাহান্ট ডেস্কঃ Starlink-র সাহায্যে সমগ্র বিশ্বে কম খরচে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া চেষ্টা করছে SpaceX। বেশি পরিমাণে গ্রাহক নিজেদের দিকে আকর্ষিত করার জন্য গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রয়েছে Starlink।

টেলিকম দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল এস নিরানিয়ান এক অনুষ্ঠানে বলেন, ‘স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার অনুমতির প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি আমরা। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ওয়্যারলেস স্যাটেলাইট পরিষেবা শুরু হয়ে যাবে দেশে’।

elon musk tesla 1

ভারতে পরিষেবা প্রদানের বিষয়ে স্টারলিঙ্ক-র ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব জানান, ‘কোন বড়সড় বাধার সম্মুখীন না হলে, ২০২২ সালের ৩১ শে জানুয়ারির মধ্যেই আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি। আর তা একবার পেয়ে গেলেই, আমরা পরিষেবা প্রদান শুরু করে দেব। তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করব না’।

এদিকে আবার যোগাযোগ মন্ত্রী দেবুসিংহ চৌহান জানান, ‘ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট কমিউনিকেশন, পরীক্ষামূলক ট্রায়ালের জন্য টেলিকম দফতরের কাছে আবেদন জানিয়েছে। ভারতে বাণিজ্যিক লঞ্চের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রযোজ্য লাইসেন্স এবং অনুমোদনের জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তবে এর আগে কোম্পানিকে বুকিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ’।

আবার, Starlink স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন আরও শক্তিশালী করে তুলতে, শনিবার ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে Falcon 9 রকেটে চেপে ৫২ টি স্যাটেলাইট মহাকাশের উদ্দেশ্যে পাঠায় SpaceX। জানা গিয়েছে, স্যাটেলাইটগুলো সঠিক ভাবেই মহাকাশে পৌঁছে গিয়ে এই প্রক্রিয়াকে সফল করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর