প্লাস্টিক মুক্ত ভারত গড়ার অভিনব উদ্যোগ, চালু হচ্ছে বাঁশের বোতল

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রীর দ্বিতীয় জমানায় প্রথম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার দিকে লক্ষ্য রাখেন৷ দেশের মানুষকে প্লাস্টিক মুক্ত দেশ গড়ে তোলার ডাক দেন নরেন্দ্র মোদী৷ তাই তো মাত্র কয়েক মাসের মধ্যেই প্লাস্টিক পণ্য ব্যবহারের ওপর লাগাম তিনি কেন্দ্রীয় সরকার, তাই তো এবার প্লাস্টিক পণ্য ব্যবহারের ক্ষেত্রে বেশি মাত্রায় কর আরোপ করা হয়েছে৷ এমনকি বিভিন্ন মুদিখানা বা মিষ্টির দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

2 অক্টোবর তারিখ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ আর দেওয়া চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র৷ তাই তো এবার প্লাস্টিকের বোতলের বদলে 2 অক্টোবর তারিখ থেকে চালু হতে চলেছে বাঁশের বোতল৷ এমনিতেই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি চলছে দেশে তার উপরে এ বার প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে 2 অক্টোবর তারিখ থেকে স্বচ্ছ ভারত অভিযান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে মোদী সরকার৷ তাই ওই দিনই ভারতীয় বাজারে আসবে বাঁশের বোতল৷ জানা গিয়েছে দেশের ক্ষুদ্র ও ছোট শিল্পের অন্তর্গত খাদি গ্রাম উদ্যোগ বাঁশের বোতল আনতে চলেছে৷

   

মঙ্গলবার অর্থাত্ 1 অক্টোবর তারিখে প্রথম সেই বোতলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি৷ তার পর থেকেই দেশের বাজারে শুরু হবে বাঁশ সেরে বোতল বিক্রি৷ জানা গিয়েছে উন্নত মানের বাঁশ দিয়ে এই বোতল তৈরি করা হবে তাই 750 মিলি লিটার জলের বোতলের দাম পড়বে 300 টাকা৷ দেশে যে ভাবে লাগাতার হারে দূষণ বাড়ছে, তার জন্য প্রধান ভাবে দায়ী প্লাস্টিক৷ তাই প্লাস্টিকের ব্যবহার যদি কমানো যায় সে ক্ষেত্রে দূষণের নিয়ন্ত্রণের লাগাম টানা যাবে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার৷

সম্পর্কিত খবর