জিতেন্দ্র তিওয়ারি মামলায় মুখ পুড়ল রাজ্যের, হেফাজত নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্ক : আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তুলকালাম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীদের নিশানার কেন্দ্র হয়ে ওঠেন। বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু এবার তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে গ্রেফতার করলেও জিতেন্দ্র তিওয়ারিকে নিজেদের হেফাজতে আর রাখতে পারবে না রাজ্য পুলিস। তাঁর জামিনের মুক্তিতেও আর কোনও বাধা রইল না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

কী হয়েছিল ঘটনা? গত বছরের ডিসেম্বরে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, আসানসোলের (Asansol) কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। তার অন্যতম আয়োজক ছিলেন জিতেন্দ্র। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নেওয়ার হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৩ জন। ঘটনার তদন্তে নেমে চৈতালি এবং জিতেন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করে আসানসোল পুলিস।

গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সেই আবেদনের শুনানির আগেই নয়ডা (Noida) থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল পুলিস ও গোয়েন্দা দফতর। তাঁকে আদালতে পেশ করে ৮ দিনের হেফাজতেও নেয় পুলিস। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতিরা গ্রেফতারের উপর স্থগিতাদেশ (Stay Order) জারি করেন।

jitendra, chaitali

কম্বল কাণ্ডে আরেক অভিযুক্ত কাউন্সিলর গৌরব গুপ্তাকে গ্রেফতারির উপর জারি হল স্থগিতাদেশ। আগামী ২ সপ্তাহ এই স্থগিতাদেশের মেয়াদ। তারপর নির্দিষ্ট দিনে শুনানিতে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। কেন এভাবে বিজেপি নেতাকে গ্রেফতার করা হল, সে বিষয়ে রাজ্যের কী বক্তব্য, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

সোমবার বিজেপি নেতার আইনজীবী পি এস পাটোয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করেন। এরপর রাজ্য সরকারকে নোটিস দেওয়া হয়। সংশ্লিষ্ট ওই নোটিসে রাজ্যের কাছ থেকে শীর্ষ আদালত জানতে চেয়েছে, কী কারণে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে? কেনই বা রাজ্যের বাইরে নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে? এখানেই শেষ নয়, পাশাপাশি শীর্ষ আদালতের পক্ষ থেকে আসানসোল পৌরসভার দুই পৌরপিতা গৌরব গুপ্তা এবং তেজ প্রতাপ সিংয়ের সম্ভাব্য গ্রেফতারির উপরেও স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর