করোনা যুদ্ধে বড় ঘোষণা রাজ্য সরকারের, নিয়োগ করতে চলেছে ১৩ হাজার ২৪৪ জন স্বাস্থ্যকর্মী

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঝড় দেশে আছড়ে পড়তেই একদিকে যেমন হাসপাতালের বেড সংকট, অক্সিজেনের আকাল, ওষুধের চাহিদা বেড়ে গিয়েছে, তেমনই অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের (health worker) সংখ্যাও বেশকিছুটা কমে গিয়েছে। চিকিৎসকও থেকে শুরু করে নার্স, চিকিৎসাক্ষেত্রে যুক্ত কর্মীরা দিনরাত এক করে মানুষের সেবা করে চলেছেন। যার ফলে তারাও করোনা আক্রান্ত হয়ে পড়ছেন, এমনকি অনেকে মারাও যাচ্ছেন। সবদিক বিচার করে এই পরিস্থিতিতে এক সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে আরও মোট ১৩ হাজার ২৪৪ জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত করতে চলেছে স্বাস্থ্য দফতর।

করোনার প্রথম পর্ব কাটিয়ে উঠতে না উঠতেই ঝড়ের গতিতে আছড়ে পড়েছে দ্বিতীয় পর্ব। তারউপর বাংলা সহ আরও ৪ রাজ্যে নির্বাচনের মরশুম চলায়, সংক্রমণ ছড়িয়েছে হুহু করে। এই পরিস্থিতিতে প্রথম থেকেই হাসপাতালের বেড এবং অক্সিজেন সংকট বড় আকার ধারণ করেছিল।

তবে বর্তমানে ভারতের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশও। অক্সিজেন সহ নানারকম চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ভারতের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনই দেশবাসীকে সুস্থ রাখতে একের পর এক করোনা হাসপাতাল সেফ হোমের সংখ্যাও বাড়ানো হয়েছে। যেখানে প্রয়োজন হয়ে পড়েছে প্রচুর পরিমাণে নার্স, চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের।

অন্যদিকে দিনরাত এক করে রোগী সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীরাও করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ১৪ দিন বা তার বেশি দিনের জন্য কোয়ারেন্টিনে গেলেও, মারা যাচ্ছেন অনেকেই। ফলে ঘাটতি তৈরি হচ্ছে স্বাস্থ্যকর্মীর জায়গায়। সেই ঘাটতি পূরণে এবং মানুষের সেবায় আরও বেশি করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে এই সংকটের পরিস্থিতিতেও এক সুখবর দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে আরও ১৩ হাজার ২৪৪ জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত করতে চলেছে স্বাস্থ্য দফতর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর