বুলবুল ক্ষয় ক্ষতির পরিমাণ জানিয়ে কেন্দ্রের কাছ থেকে 23 হাজার কোটি টাকা ক্ষতিপূরণের দাবি রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক :এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গে আসে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল যার জেরে ইতিমধ্যেই ঘরহারা হয়েছেন কয়েক লক্ষ পরিবার, আশপাশের জমিতেও প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। বুলবুলের তাণ্ডবের পরই কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝড় পরবর্তী রাজ্যের পরিস্থিতি জানার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন পাশাপাশি সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।

তাই এ বার রাজ্যে বোলপুরের জেরে ক্ষয়ক্ষতির রিপোর্ট খতিয়ে দেখে তা কেন্দ্রীয় সরকারকে পাঠাল রাজ্য। রিপোর্ট পাঠিয়ে 23, 811 কোটি টাকা সাহায্য চেয়েছে রাজ্য। তাই রাজ্যের মুখ্যসচিবের তরফ থেকে চিঠি দিয়ে কেন্দ্রকে সাহায্যের আর্জি জানানো হয়েছে। তাই ক্ষতি হওয়া প্রায় চব্বিশ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ কেন্দ্রের কাছ থেকে দাবি জানিয়েছে রাজ্য।

রাজ্য সরকারের নির্দেশিকা মেনে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বিস্তীর্ণ এলাকা খতিয়ে দেখেন নয়জন কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঝড় পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে ত্রাণ ওষুধপত্র বিলি করার পাশাপাশি বিপর্যস্ত মানুষদের সমস্ত রকম সাহায্য করেছে রাজ্য সরকার।

সম্পর্কিত খবর