টাইমলাইনখেলাক্রিকেট

অশ্বিনকে কি উপায়ে সামলাবেন অজিরা? রহস্য ফাঁস করলেন স্টিভ স্মিথ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy)। বছরের শুরুতে ভারতীয় দল (Team India) টি-টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। ওই দুটি ফরম‍্যাটেই তারা এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) এই চার ম্যাচের টেস্ট সিরিজের বড় ব্যবধানে জিতলে তারা টেস্ট ফরম্যাটের ক্রমতালিকা-তেও এক নম্বরে আসার দিকে অনেকটা এগিয়ে যাবে।

crockex

ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে দুর্দান্ত পারফরম‍্যান্স করেছে টেস্ট ফরম্যাটে। শেষবার ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ হেরেছিল ২০১৪-তে। তবে সেই সিরিজটি আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ভারতের মাটিতে শেষবার অস্ট্রেলিয়া কোন সিরিজ জিতেছিল ২০০৪ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারও ভারতীয় দল ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের সেরা অস্ত্র হতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। উপমহাদেশের উইকেটে তার মতন বিপজ্জনক স্পিনার খুব কম দলের হাতেই রয়েছে। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৮টি টেস্ট ম্যাচ খেলে ২৩.১৬ গড়ে ৫০ উইকেট নিয়েছেন অশ্বিন। তার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে অস্ট্রেলিয়ান দলকে।

ashwin, mahesh pithiya

তবে সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন স্টিভ স্মিথ। অশ্বিন তাদের জন্য কতটা বিপজ্জনক হতে চলেছে সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “অশ্বিন খুবই বিপজ্জনক বোলার। বিশেষ করে উপমহাদেশের উইকেটে ও আরও মারাত্মক হয়ে ওঠে। কিন্তু আমরা উনার জন্য প্রস্তুত থাকছি। আমাদের কাছে সেই হাতিয়ার আছে যা দিয়ে ওর বিরুদ্ধে মোকাবেলা করা যায়।”

সম্ভবত স্টিভ স্মিথরা নিজেদের অনুশীলন শিবিরে অভিনব পরিকল্পনার কথা বলছেন। তাদের প্রস্তুতি শিবিরে হাজির করা হয়েছিল নকল অশ্বিনকে। গুজরাটের এই স্পিনারের আসল নাম মহেশ পিথিয়া। ২১ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশন হুবহু রবি অশ্বিনের মতো। তার বিরুদ্ধে নেটে খেলে ভারতীয় স্পিনারদের সামলানোর ছক তৈরি করছেন মার্নাস লাবুশানেরা।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker