এবার রাজপথে ভাতা দাবিতে ব্রাহ্মণরা

BanglaHunt : এবার রাজপথে ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির সরকার ইমামদের ভাতা দেওয়ার পর বাউল শিল্পী কীর্তন ও যাত্রাশিল্পীদের ভাতা প্রদান করেছে মমতা ব্যানার্জি সরকার। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণদের ভাতা দাবিতে বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিয়েছে ব্রাহ্মণরা। এবার জেলা ছাড়িয়ে রাজ পথ বেছে নিলেন ব্রাহ্মণ ট্রাক।

   

আগামী ৯ আগস্ট ধর্মতলা রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সমস্ত ব্রাহ্মণরা ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদান করবেন। আজ পূর্ব মেদিনীপুর জেলার রামতারকে তারই প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সম্পাদক শ্রীধর মিশ্র, সভাপতি মধুসূদন মিশ্র ও রাজ্য নেতৃত্ব।

শ্রীধর বাবু দাবি কলকাতা ধর্মতলা প্রায় লক্ষাধিক ব্রাহ্মণদের সমাগম হবে। আমাদের দাবি যদি না মানে সরকার তাহলে আমরা ধর্নার পথ বেছে নেব।

সম্পর্কিত খবর