হাওড়ায় রামনবমীর মিছিলে পাথরবাজি! CBI তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীতে (Ram Navami) একরকম শান্তই ছিল বাংলার রাজনীতি। বিক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনা যেমন হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি, সংঘর্ষ ও হিংসার ঘটনা ছাড়া মোটের উপর শান্ত। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের (Kolkata high court) দারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভাগনানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। আদালত মামলা করার অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

হাওড়ায় যে ঘটনা ঘটেছে তা একান্তই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। তা নিয়ে সিবিআইয়ের ঠিক কী করার আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে ঘটে যাওয়া ওই অশান্তির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, যারা জোর করে অশান্তি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিসের একাংশের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ওই ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

howrah 2

একই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ডালখোলায়তেও। জানা গিয়েছে, পরিস্থিতি বেশ খারাপ হলেও হাওড়া ও ডালখোলায় শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে কোনও উত্তেজনা তৈরি হয়নি।

কিন্তু এর পরও এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানান বিরোধী দলনেতা। পর্যবেক্ষকদের অনেকেরই মতে, হিন্দুত্বের আবেগে নিয়ে রাজনীতি করতেই বিজেপি কৌশলে এই পদক্ষেপ করছে। এ ছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে মানুষের মনে অনাস্থার মনোভাব তৈরি করতে চান শুভেন্দু।

প্রসঙ্গত, গতকাল রাম নবমীকে (Ram Nabami) ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়ার (Howrah) শিবপুর (Shibpore) আর সাঁকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হল বিরাট পুলিস বাহিনী। রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হিংসার আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সৃষ্টি হয় দাঙ্গার অবস্থা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর