বন্ধের মুখে ঐতিহ্যবাহী পৌষমেলা

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম  : শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা প্রায় বন্ধের মুখে। বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা পরিচালনার ভার আর নির্বাহ করতে পারবে না। এই প্রসঙ্গে দীর্ঘ আলোচনার পর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পরিবেশ আদালত ও সংশ্লিষ্ট নানা মহলের নিয়মাবলী মেনে এই বৃহৎ মেলা পরিচালনা করা বিশ্বভারতীর পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার বিকেলে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী, আধিকারিক, শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যদের নিয়ে দীর্ঘ একটি বৈঠক হয়। জানা গিয়েছে, সর্বসম্মতিক্রমে এই বৈঠকে স্থির হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ আর পৌষমেলা পরিচালনার ভার গ্রহণ করবে না। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে প্রায় বন্ধের মুখে ঐতিহ্যবাহী পৌষমেলা। যদিও, শান্তিনিকেতন ট্রাস্ট চাইলে প্রশাসনিক সহযোগিতায় পৌষমেলা পরিচালনা করতে পারে।

   

কিন্তু, প্রশ্ন উঠছে শান্তিনিকেতন ট্রাস্টের লোকবল কম থাকায় এবারের পৌষমেলা পরিচালনা করা কতটা সম্ভব হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে চলে আসছে এই পৌষমেলা। যতদিন গিয়েছে বেড়েছে মেলার পরিসর। এবার এই মেলা নিয়ে অনিশ্চয়তা ইতিমধ্যেই বিরাট প্রভাব ফেলেছে পড়ুয়া থেকে শুরু করে আশ্রমিক, বোলপুরবাসীর মধ্যে।

সম্পর্কিত খবর