হুট করে ২ বছরের লাফ, নায়ক নায়িকার পুনর্মিলন, রাতারাতি গল্প বদলে গেল এই মেগায়!

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Serial) ছোট থেকে বড় পরিবর্তন হতেই থাকে কমবেশি। কোথাও গল্প বদলে যায়, কখনো আবার টাইম স্লটই পরিবর্তন করে দেওয়া হয়। টিআরপির জন্য এগিয়ে যায় গল্পের ট্র্যাক। অনেক সিরিয়ালেই (Serial) বেশ কয়েক বছর লিপ নিতে দেখা গিয়েছে গল্প। নতুন গল্প, নতুন চরিত্রদের নিয়ে এগিয়েছে সিরিয়াল।

পরপর গল্প এগোচ্ছে সিরিয়ালে (Serial)

সম্প্রতি স্টার জলসা চ্যানেলে পরপর দুটি সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে লিপ। প্রথমে ‘অনুরাগের ছোঁয়া’য় বেশ কয়েক বছর গল্প এগিয়ে গিয়েছে। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকেও (Serial) দেখা গিয়েছে এমনি বদলানো ট্র্যাক। নায়ক আদৃতের ‘মৃত্যু’র পর একাই পুত্রসন্তানের জন্ম দিয়ে তাকে বড় করছে। যদিও আদৃত মারা যায়নি। দুর্ঘটনায় তার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে।

Story took leap in this zee bangla serial

ট্র্যাক বদলাবে এই মেগার: এবার জি বাংলাতেও একই পথে হাঁটল একটি সিরিয়াল (Serial)। গৃহপ্রবেশ এর প্রতিপক্ষ হিসেবে রাত সাড়ে আটটার সময়ে সম্প্রচারিত হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’। সম্প্রতি এই সিরিয়ালেও (Serial) এগিয়ে গিয়েছে গল্প। তবে তা অনেকটাই অনাড়ম্বর ভাবে। গল্প অনুযায়ী, অনিকেত আর অনন্যার মাঝে আসবে না বলে লুকিয়ে জোড়া বাড়ি ছেড়ে চলে যায় শ্যামলী। এদিকে অরুণাভর ষড়যন্ত্রে হারিয়ে যায় মন্দার। অনন্যাও ডিভোর্সের নোটিশ পাঠায় অনিকেতকে।

আরো পড়ুন : ডবল নয়, এবার “ট্রিপল ধামাকা”! TRP ধরতে তিন তিনজন নায়িকার এন্ট্রি এই সিরিয়ালে

কী চলছে গল্পে: অন্যদিকে শ্যামলী এক বৃদ্ধ দম্পতির নাতনির পরিচয়ে থাকতে শুরু করে অন্যত্র। শুধু তাই নয়, সেখানে মহিলাদের স্বনির্ভর করতে গড়ে তোলে ‘শুকতারা’। কিন্তু তার উপরে নজর পড়ে এক ব্যবসায়ীর। শ্যামলীর (Serial) শুকতারাকে রেহাই দেওয়ার বিনিময়ে সে বিয়ে করতে চায় তাকে। সম্প্রতি দেখা গিয়েছে, এই বিয়ের জন্য ওই ব্যবসায়ী বরাত দেয় গ্রেট বেঙ্গল ক্যাটারারকে।

আরো পড়ুন জমে যাবে খেলা, জি এর নতুন মেগাকে চাপে রাখতে “মারকাটারি” প্রোমো আনল জলসার সিরিয়াল!

অবশেষে দু বছর পর ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অনিকেত শ্যামলীর। প্রাক্তন স্ত্রীকে আবারো বিয়ের পিঁড়িতে দেখে কী প্রতিক্রিয়া হবে অনিকেতের, তা জানা যাবে আগামী পর্বে। বিপরীতে কড়া টক্কর দিচ্ছে গৃহপ্রবেশ। পরের সপ্তাহে কোন গোপনে স্লট ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর