১২ রাজ্যের ৩০ টি শহরে কড়া ভাবে জারি থাকবে লকডাউন ৪.০! দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনায় আক্রান্তদের সংখ্যা ৯০ হাজার পার করেছে। এখন দেশের পরিস্থিতি এমন হয়েছে যে, বিগত কয়েকদিন ধরে রোজ ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেই জন্য গোটা দেশে লকডাউন জারি আছে। আর আজ লকডাউনের তৃতীয় পর্যায়ের শেষ দিন।

lockdown 2

লকডাউনের তৃতীয় পর্যায় শেষ হওয়ার আগে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয়ের বরিষ্ঠ আধিকারিক আর জেলা শাসকেরা শনিবার একটি সমীক্ষা বৈঠক করেন। ওই বৈঠকে লকডাউন ৪.০ নিয়ে আলোচনা হয়। শোনা যাচ্ছে যে, ওই বৈঠকে লকডাউনের চতুর্থ দফায় ৩০ টি জেলা আর পুরসভায় কোন ছাড় না দেওয়ার কথা বলা হয়েছে।

সুত্র অনুযায়ী, স্বাস্থ মন্ত্রালয়ের এই বৈঠকে দেশের ৩০ টি জেলা নিয়ে বিশেষ দিশা-নির্দেশ জারি হয়েছে। আর ওই জেলা গুলোতে কোনরকমের ছাড় না দেওয়ার কথা ঘোষণা হয়েছে। শোনা যাচ্ছে যে, সরকারের তরফ থেকে লকডাউনের চতুর্থ পর্যায়ে একদিকে যেমন কয়েকটি জেলায় ছাড় দেওয়া হতে পারে, তেমনই করোনা হটস্পট আর কন্টেনমেন্ট এলাকায় কড়া ভাবে লকডাউন পালন করার নির্দেশিকা জারি হতে পারে।

সরকার যেই ৩০ টি পুরসভা এলাকাকে চিহ্নিত করেছে সেগুলোর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লী, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, রাজস্থান, উত্তর প্রদেশ আর পাঞ্জাবের জেলার নাম আছে। বৈঠকে করোনার বর্তমান পরিস্থিতি অবগত করানো হয়। রোগীর সংখ্যা, মৃত্যুর হার, করোনার টেস্ট দ্বিগুণ করা হবে বলেও জানানো হয়।

এই শহর আর জেলায় ছাড়ের কোন সম্ভাবনা নেই 

  • মহারাষ্ট্র – মুম্বাই, নাসিক, ঔরঙ্গাবাদ, পালঘর, সোলাপুর, আর পুনে।
  • গুজরাট – বদোদরা, আহমেদাবাদ আর সুরাট।
  • মধ্যপ্রদেশ – ভোপাল আর ইন্দোর।
  • অন্ধ্রপ্রদেশ – কুরনুল।
  • তামিলনাড়ু – বিল্লুপুরম, চেঙ্গেলপট্টু, কুড্ডালোর, অরিয়ালুর, গ্রেটার চেন্নাই আর তিরুবল্লুর।
  • রাজস্থান – জয়পুর, যোধপুর আর উদয়পুর।
  • দিল্লী – বেশীরভাগ এলাকা।
  • উড়িষ্যা – বরহমপুর।
  • পশ্চিমবঙ্গ – হাওড়া আর কলকতা।
  • তেলেঙ্গানা – গ্রেটার হায়দারাবাদ।
  • পাঞ্জাব – অমৃতসর।
  • উত্তর প্রদেশে – আগরা আর মেরঠ।

কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয়ের তরফ থেকে আজ সকালে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৫২ হয়ে গেছে। আর সংক্রমিতদের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৯৪০ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। আর ৩৯৭০ জনের মধ্যে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মন্ত্রালয় অনুযায়ী, এখন দেশে ৫৩ হাজার ০৩৫ টি মামলা সক্রিয় আছে আর মোট ৩০ হাজার ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর