এশিয়া সেরা একাদশ বানানো হবে এই তারকাদের দিয়ে! তালিকায় ৫ ভারতীয়, পাকিস্তানের কয়জন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগস্ট মাসের শেষেই আরম্ভ হবে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। মহাদেশের সেরা হওয়ার জন্য ছটি দল লড়াইয়ে অবতীর্ণ হবে। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে এই বছর এই প্রতিযোগিতা আয়োজন হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটেই। বিশ্বকাপের আগে এশিয়ার পাঁচটি দলের কাছে এটি একটি বিরাট প্রস্তুতি মঞ্চ। তার আগে ইতি এশিয়ার সেরা একাদশ বেছে নেওয়ার চেষ্টা করা হলো।

● ওপেনিং: এই জায়গায় রোহিত শর্মার পাশাপাশি জায়গা পাবেন পাকিস্তানের ফাকার জামান। ভারতীয় অধিনায়ক সীমিত ওভারের ক্রিকেটটা কতটা বিধ্বংসী, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ভালো ছন্দেও রয়েছেন। অপরদিকে এই ফরম্যাটে পাকিস্তানের ফাকার একজন ম্যাচ উইনার। একাধিক রেকর্ড রয়েছে তার নামের পাশে।

● মিডল অর্ডার ও উইকেটরক্ষক: এই জায়গায় জায়গা পাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি বিরাট কোহলি এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা বাবর আজম। কোহলি ওডিআই ফরম‍্যাটে সর্বকালের সেরাদের একজন। অপরদিকে বাবরের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। তাদের পাশাপাশি উইকেট রক্ষক হিসাবে এই জায়গা পূরণ করবেন বাংলাদেশের মুশফিকুর রহিম। বড় মঞ্চে একাধিক স্মরণীয় পারফরম্যান্স রয়েছে তার।

Rohit Sharma,Virat Kohli,Babar Azam,Shakib Al Hasan,Best Asia 11,Indian Cricket Team,Pakistan Cricket Team,2023 Asia Cup,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

● অলরাউন্ডার: এই তালিকায় যে তিনজন রয়েছেন তার মধ্যে সেই দুজনেই আসছেন ভারত থেকে। হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে এশিয়ার সেরা পেসার অলরাউন্ডার। পরিণত ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। রবীন্দ্র জাদেজা এই জায়গায় একদম যথাযথ। যে কারণে তাকে এই একাদশে জায়গা দেওয়া হচ্ছে সেই কারণটা হল ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে তার অস্বাভাবিক ক্ষিপ্রতা, যা ম্যাচে তফাৎ গড়ে দেয়। বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও জায়গা পাবেন এই একাদশে। বাংলাদেশের সর্বকালের সেরা তারকাটা ছাড়া এই একাদশ অসম্পূর্ণ।

● স্পিনার: এই তালিকায় থাকা একমাত্র শ্রীলঙ্কান ক্রিকেটের ওয়ারিন্দু হাসারাঙ্গা এই জায়গায় শ্রেষ্ঠ চয়েজ। তার লেগস্পিন বোলিং যে কোনও প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে সক্ষম। তার পাশাপাশি ব্যাট হাতেও কিছুটা প্রভাব ফেলার ক্ষমতা রাখেন তিনি।

● পেসার: দুই পেসার নিয়ে এই একাদশ সাজানো হচ্ছে। ভারতের মহম্মদ সিরাজ এবং পাকিস্তানের নাসিম শাহ এই মুহূর্তে এই একাদশে জায়গা পাবেন। দুজনেরই সাম্প্রতিক ফর্ম অসাধারণ এবং তারা এই মুহূর্তে নিজে নিজে দেশের সেরা পেসার। পরিস্থিতির কারণে আরেকজন অতিরিক্ত পেসার খেলাতে হলে অলরাউন্ডারদের মধ্য থেকে জাদেজা বা শাকিবকে বাদ দিয়ে তাদের জায়গায় দলে আসবেন মহম্মদ শামি।

সেরা এশিয়া একাদশ: রোহিত শর্মা, ফাকার জামান, বিরাট কোহলি, বাবর আজম, মুশফিকুর রহিম, হার্দিক পান্ডিয়া, সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা, ওয়ারিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, নাসিম শাহ।