বোর্ডের চরম অবহেলা, অঙ্কে ২ পাওয়া প্রতিবন্ধী পরিক্ষার্থী পূণর্মূল্যায়নে পেল ১০০

বাংলাহান্ট ডেস্কঃ দেশের ( india) শিক্ষা ব্যাবস্থায় (education system) গাফিলতির অভিযোগ বহু দিনের। কখনো অভিযোগ ওঠে শিক্ষকদের ঠিক মতো ক্লাস না নেওয়ার তো কখনো খাতায় গড় নাম্বার দেওয়ার। কিন্তু এবার যে অভিযোগ উঠল তা আরো মারাত্মক। বোর্ডের পরীক্ষায় এক শারিরীক প্রতিবন্ধী ছাত্রীকে মাত্র ২ দিয়েছিল পরীক্ষক, কিন্তু খাতা পূণর্মূল্যায়ন করা হলে দেখা গেল সে পুরো নম্বরটাই পেয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার এক আংশিক প্রতিবন্ধী ছাত্রী সুপ্রিয়ার সাথে৷ ক্ষীণ দৃষ্টি শক্তির সুপ্রিয়া বোর্ডের ফলাফলে অঙ্কে মাত্র ২ পেলেও বাকি বিষয়ে সে দারুন ফল করেছিল। ফলে খাতা দেখার মান নিয়ে তার মধ্যে যথেষ্ট সন্দেহ দেখা দেয় এবং তিনি তার অঙ্ক খাতা পূণর্মূল্যায়নের দাবি জানান বোর্ডের কাছে। খাতা পূণর্মূল্যায়নের পর দেখা যায় তার কষা প্রতিটি অঙ্কই সঠিক। সে ১০০ তে ১০০ই পেয়েছে।

সুপ্রিয়ার বাবা জানিয়েছেন, তিনি একজন গনিতের শিক্ষক। তার মেয়ে অন্য সকল বিষয়ে ৯০ এর বেশী পেলেও গনিতে মাত্র ২ পেয়েছিল যা দেখে চমকে যান তিনি। এরপর ৫ হাজার টাকা খরচ করে তিনি খাতা পূণর্মূল্যায়ন করান সেখানে দেখা যায় মেয়ে পুরো নম্বরটাই পেয়েছে।

সুপ্রিয়ার বিদ্যালয় এর প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল পুনরায় খোলার পর তারা সুপ্রিয়াকে সম্মানিত করবেন। সুপ্রিয়া একজন কঠোর পরিশ্রমী ছাত্রী। একই সাথে সে অত্যন্ত মেধাবীও। সুপ্রিয়া চান তার মত এরকম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যেন আর কাউকে যেতে না হয়।

 

সম্পর্কিত খবর