ছাত্ররা একশো বার ভুল করবে, আমরা বোঝাবো! দেবাঞ্জন প্রসঙ্গে বললেন লকেট চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : যাদবপুর ইস্যু কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি৷ যাদবপুরে তাণ্ডব ছড়ানোয় অভিযুক্ত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের এক পড়ুয়া দেবাঞ্জন বর্মণের মা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ছেলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ একজন ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়ে ছেলের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেবেন না বলেই আশ্বস্ত করেছেন বাবুল সুপ্রিয়৷ এ বার দলের সাংসদের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ তথা হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷

ছাত্ররা বারবার ভুল করতে পারে কিন্তু অভিভাবক হিসেবে তাঁদের উচিত ভুল শুধরে দেওয়া বাবুলের পাশে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেন তিনি৷ পাশাপাশি অভিভাবক হিসেবে নিজের ছেলে মেয়েদের সেটাই তাঁরা বোঝান সেভাবেই ছাত্রদের বোঝাবেন বলে জানান তিনি৷ একই সঙ্গে বাবুলের এই কাজের ভূয়সী প্রশংসা করে ছাত্ররা বারবার ভুল করলে বারবার ভুল শুধু দেওয়ার কথা জানান তিনি৷ একই সঙ্গে দেবাঞ্জন বর্মণের মায়ের প্রসঙ্গ তুলে আনেন লকেট চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন ছাত্ররা অন্যায় করলে তাঁরা শুধরে দেন এবং কখনও মারধর করেন না এটাই ভারতীয় জনতা পার্টির আদর্শ বলে মন্তব্য করেন৷

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়৷ সেখানে এনআরসি প্রসঙ্গে বাবুলকে প্রশ্ন ছুড়ে দেন ছাত্ররা৷ এর পরই শুরু হয় ধস্তাধস্তি এবং বাবুল সুপ্রিয়কে নিগ্রহে নাম জড়ায় বর্ধমানের দেবাঞ্জনের৷ বাবুল সুপ্রিয়কে চুল ধরে টানছেন সংবাদমাধ্যমে এই ছবি এখন ঘোরাফেরা করছে আর এই ছবি টিভির পর্দায় বার বার দেখার পর দেবাং জনের ক্যান্সার আক্রান্ত মায়ের বাবরের কাছে তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার আর্জি জানান৷ দেবাঞ্জনের মায়ের আর্তি শুনেই তাঁকে আশ্বস্ত করে তাঁর ছেলের কোনো রকম ক্ষতি না করার কথা জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ যদিও ক্ষমা চাওয়ার বিষয়টিকে হুমকি দেখানো হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন ছাত্র দেবাঞ্জন৷

সম্পর্কিত খবর