ত্রিপুরা তৃণমূলে তুলকালাম! দলের আস্থা খুইয়ে পদ গেল সুবল ভৌমিকের! যোগ দিতে পারেন BJP-তে

বাংলা হান্ট ডেস্কঃ একবার নয়, দুইবার নয়, অতীতে পরপর আটবার দলবদল! বর্তমানে কাজে গাফিলতি এবং একইসঙ্গে বিজেপি যোগের সম্ভাবনা আর এসব কিছু মাঝে এদিন অবশেষে ত্রিপুরা (Tripura) রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করা হলো সুবল ভৌমিককে (Subal Bhowmik)। এদিন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে এই ঘোষণাটি করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। যদিও বর্তমানে সভাপতি পদে নতুন কাউকে নিয়োগ করা হয়নি। আপাতত এই দায়িত্ব সামলাবেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এবং সুস্মিতা দেব (Sushmita Dev)।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণ ভোটে জয়লাভের পর থেকে ধীরে ধীরে ত্রিপুরা, গোয়া এবং অসমের মত রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তার করতে উদ্যোগী হয় তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তাদের পাখির নজর হয়ে ওঠে ত্রিপুরা। প্রথমদিকে অবশ্য শুরুটা ভালই হয়। গত বছর পুরভোটে বাম এবং কংগ্রেসকে মাত দিয়ে দ্বিতীয় স্থান নিজেদের দখলে করে নেয় ঘাসফুল শিবির। পরবর্তীতে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবকে ক্ষমতায় আনার পাশাপাশি রাজ্য সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় সুবল ভৌমিককে। তবে এরপর থেকেই ধীরে ধীরে ব্যাকফুটে যেতে থাকে তারা।

tmc 27 1

সম্প্রতি, ত্রিপুরায় মোট চারটি বিধানসভা উপনির্বাচনে পরাজয়ের সাক্ষী থাকে তৃণমূল। একই সঙ্গে জামানত পর্যন্ত জব্দ হয় প্রার্থীদের আর এদিন অবশেষে দলের রোষের মুখে পড়লেন সুবল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সুবল ভৌমিকের কাজের বিরুদ্ধে অভিযোগ জমা করছিল দলের অন্দরে। উপনির্বাচন ছাড়াও অন্যান্য একাধিক সময়ে নিজের কাছের ব্যক্তিদের সুযোগ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠতে থাকে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি, বিজেপিতে যোগের জল্পনা উঠতেই অবশেষে এদিন কঠোর সিদ্ধান্ত নিল দল। এখনো পর্যন্ত অবশ্য নয়া সভাপতির নাম স্থির করা হয়নি। তবে তৃণমূলের তরফ থেকে আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর