আজকের দিনেই প্রথম ‘স্বাধীন’ ভারতীয় সরকার গড়েছিলেন নেতাজী, জেনে নিন অজানা তথ্য

ভারতের (india) স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। ১৯৪৭ সালের এই দিনটিতেই ব্রিটিশ বন্ধন থেকে মুক্তি পায় ভারত৷ কিন্তু জানেন কি তার প্রায় ৪ বছর আগে ১৯৪৩ সালে নেতাজী সুভাসচন্দ্র বোসের (netaji subhash chandra bose) হাত ধরে আজকের দিনেই গঠিত হয়েছিল প্রথম ‘স্বাধীন’ ভারতীয় সরকার। আর সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত সেই মন্ত্রী সভার শীর্ষে ছিলেন স্বয়ং সুভাষ চন্দ্র বোস।

ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে দেশ ছাড়েন সুভাষ। তারপর জার্মানি ঘুরে আসেন জাপানে। জাপানে রাসবিহারী বসুর ‘আজাদ হিন্দ ফৌজ’ এর দ্বায়িত্ব নেওয়ার পর সুভাষ সরকার গঠনের সিদ্ধান্ত নেন। জাপ সরকারকে নেতাজি বোঝান মিলিটারি কার্যক্রম করাই ভারতের স্বাধীনতার জন্য পর্যাপ্ত নয়,আলাদা প্রচারও প্রয়োজন। তাই তিনি একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে চান।

সেই মতোই ১৯৪৩-এর ২১ অক্টোবর সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা প্রেক্ষাগৃহে প্রতিষ্ঠিত হয় প্রথম ‘স্বাধীন’ ভারতীয় সরকার ৷ এই সরকারের নেতৃত্বে ছিলেন নেতাজি। প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও তিনি ছিলেন বিদেশ মন্ত্রক ও যুদ্ধ বিষয়ক মন্ত্রকের দ্বায়িত্ব নিয়েছিলেন। এই মন্ত্রীসভায় ছিলেন এ. সি. চট্টোপাধ্যায়, লক্ষ্মী সাইগল এস. এ. আইয়ারও। রাসবিহারী বসু ছিলেন এই সরকারের প্রধান উপদেষ্টা। এই সরকারকে স্বীকৃতি জানায় ১১টি দেশ (মতান্তরে ৯ টি)

নিজেদের ডাকটিকিট ও টাকাও চালু করেছিলেন নেতাজি। এই সরকারের জাতীয় সংগীত ছিল ‘শুভ সুখ চৈন কী বরখা বরষে ভারত ভাগ হৈ জাগা……’৷ নিজেদের ব্যাংক ও বিদেশে দূতাবাসও প্রতিষ্ঠা করেছিল এই সরকার। জাপ সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই সরকারকে ছেড়ে দিলে নেতাজি তাদের নাম রেখেছিলেন ‘স্বরাজ’ ও ‘শহীদ’। যদিও নেতাজির এই সরকার খুব বেশিদিন স্থায়ী হয় নি। মাত্র ১ বছর ১০ দিন স্থায়ী ছিল এই সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর এই উদ্যোগ ব্যার্থ হয়।

 

 

সম্পর্কিত খবর