মেয়ের জন্মের পর এ কী হাল! শুভশ্রীকে দেখে চেনা দায়! চোখ কপালে নেটপাড়ার

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রী হওয়া মুখের কথা নয়। সবসময় থাকতে হয় ফিটফাট। ক্যামেরার প্রতিটি অ্যাঙ্গেলেই যাতে সুন্দর দেখায় তার জন্য জিমেও কম ঘাম ঝরাতে হয় না তাঁদের। একসময় নায়িকারা মনে করতেন, সন্তান হলেই কেরিয়ার শেষ। কিন্তু বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) মতো টলি অভিনেত্রীরা সমূলে ছিন্ন করেছেন এই ভুল ধারণা। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)। তাও আবার একবার নয়, দুবার।

পরিবার সমান গুরুত্বপূর্ণ শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে

টলিউড ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য শুভশ্রী (Subhashree Ganguly)। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়েছেন তিনি। বদলেছেন ছবির ধরণ, পরিণত হয়েছে তাঁর অভিনয়। যতটা গুরুত্ব নিজের কেরিয়ারকে দিয়েছেন তিনি, ততটাই গুরুত্ব দিয়েছেন পরিবারকেও। তাই সাফল্যের শীর্ষে থাকার সময় প্রথম বার মা হওয়ার সিদ্ধান্ত নেন শুভশ্রী (Subhashree Ganguly)। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজ করেছেন, সন্তান জন্মের পরেও কিছুদিনের বিরতি নিয়ে ফিরেছিলেন কাজে।

আরো পড়ুন : শুধু অভিনেত্রী নন, সুগায়িকাও ছিলেন, কিন্তু সঙ্গীত প্রতিভা আড়ালে রাখতেন কেন সুচিত্রা?

ভাইরাল হয়েছে অভিনেত্রীর ভিডিও

তবে প্রথম সন্তান ইউভানের জন্মের পর বাড়তি ওজন নিয়ে কম কটাক্ষ সইতে হয়নি শুভশ্রীকে (Subhashree Ganguly)। টানা কসরত করে নিজেকে শেপে ফিরিয়ে এনেছিলেন তিনি। আবার ইউভানের বয়স তিন বছর হতে না হতেই দ্বিতীয় সন্তান ইয়ালিনীর জন্ম দেন শুভশ্রী। মেয়ের জন্মের পরপরই কাজ শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। প্রথম বারের মতো বাড়তি ওজনও ঝরিয়ে ফেলেন তিনি। তবে তাঁর সাম্প্রতিক একটি ভিডিও দেখে হোঁচট খেয়েছেন শুভশ্রী।

আরো পড়ুন : অর্জুনকে দেখেই ‘মালাইকা মালাইকা’ চিৎকার, প্রাক্তনের নাম শুনেই যা করলেন অভিনেতা… দেখে থ নেটিজেনরা

শুভশ্রীকে দেখে অবাক নেটিজেনরা

সম্প্রতি শহরের এক স্টুডিওর বাইরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন শুভশ্রী (Subhashree Ganguly)। ফটোশুটের পর বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায় তাঁকে। এদিন অভিনেত্রীর পরনে ছিল ছোট্ট ডেনিম শর্টস, কালো ক্রপ টপ এবং গোলাপি শার্ট। পার্ম করা খোলা চুলে এক ঝলকে অভিনেত্রীকে চেনা দায়। তবে নেটিজেনরা চমকেছেন অন্য একটি কারণে। অনেকেই দাবি করেছেন, শুভশ্রী (Subhashree Ganguly) নাকি অতিরিক্ত রোগা হয়ে গিয়েছেন। একজন প্রশ্ন করেছেন, ‘এত শুকিয়ে গিয়েছে কীকরে?’ আবার কয়েকজনের মতে, ইয়ালিনীর জন্মের পরেই যেন বেশি রোগা হয়ে গিয়েছেন অভিনেত্রী।

Subhashree Ganguly

গত বছরের শেষের দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। সদ্য মেয়ের মুখও দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইয়ালিনীকে একেবারে বাবা রাজ চক্রবর্তীর মতো দেখতে হয়েছে বলেই মন্তব্য করেছেন অধিকাংশ নেটিজেনরা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর