প্রধানমন্ত্রীর ভুল ধরিয়েছিল তৃণমূল, পালটা মমতার ভুল ধরিয়ে একের পর এক ট্যুইট শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের সকালটা সুন্দরভাবে শুরু হলেও, বেলা গড়াতেই দ্বন্ধ বেঁধে গেল তৃণমূল বিজেপির মধ্যে। দিল্লীর লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে, মাতঙ্গিনী হাজরাকে অসমবাসী বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রীতিমত যুদ্ধের নাগাড়া বাজিয়ে মাঠে নামে তৃণমূল বাহিনী। কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র, ফিরহাদ হাকিম- প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে কেউই বাদ রাখেননি।

   

এদিন কুণাল ঘোষ বলেছিলেন, ‘বাংলার প্রতি এই অবজ্ঞার কারণে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে। আশা করি বিরোধী দলনেতা, যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তিনিও এই ভুলের জন্য প্রধানমন্ত্রীর নিন্দা করবেন’। প্রধানমন্ত্রীর নিন্দা করা তো দূরের কথা, উল্টে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (mamata bannerjee) আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (subhendu adhikari)।

তিনি ট্যুইটে লেখেন, ‘ইতিহাস ভূগোল জানে না তৃণমূল। তাঁদের ঘোষিত খেলা হবে দিবস, লর্ড কার্জন এবং মহম্মদ আলি জিন্নার কাছে খুবই গর্বের দিন ছিল’। এখানেই থামলেন না নন্দীগ্রামের এই বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রীর ভুল করা একটি পুরনো প্রসঙ্গ তুলে, অপর ট্যুইটে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯ সালে নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ‘অভিষেক বাবু’ বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তো মুখ্যমন্ত্রী কি সেই কারনের জন্য কখনও ক্ষমা চেয়েছেন?

যদিও শুভেন্দুর এই কথার মধ্যে দিয়ে একাংশের দাবী, প্রধানমন্ত্রীর ভুল নিয়ে ক্ষমা চাওয়ার দাবী করেছে তৃণমূল। কিন্তু মুখ্যমন্ত্রী কি কখনও নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন? তবে প্রধানমন্ত্রীর এই ভুল বক্তব্যের বিষয়ে রবিবার দিলীপ ঘোষ বলেছিলেন, ‘একটা ছোট ভুলকে শুধু শুধু বড় করে দেখানো হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর