কাশী বিশ্বনাথের মসজিদ এবার ‘সরানোর’ সময় এসেছে, ট্যুইট-বোমা সুব্রহ্মন্যম স্বামীর

বাংলা হান্ট ডেস্ক: বহুদিনের বিতর্ক শেষে এই বছরের শুরুতেই অযোধ্যা কাণ্ডে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ কার্যও শুরু হয়ে গিয়েছে। একই ভাবে মথুরাতেও কৃষ্ণ জন্মক্ষেত্রে নতুন কৃষ্ণ মন্দির নির্মাণের বিষয়ে আন্দোলন শুরু হয়েছে। আর এবার কাশী বিশ্বনাথে মসজিদ ‘সরিয়ে’ মন্দির তৈরি করার ডাক দিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মন্যম স্বামী [Subramanian Swamy]।

গতকাল দেব দীপাবলি উপলক্ষ্যে বারাণসী গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী [Narendra Modi]। আর সেই সময়েই ট্যুইটারে এই দাবি করেছেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, মোঘল সম্রাট ঔরঙ্গজেবের নিরদেশে বারাণসীতে জ্ঞানব্যাপী বিশ্বনাথ মন্দিরের স্থানে এক মসজিদ নির্মাণ করা হয়েছিল। এবার সেই মসজিদের জায়গায় মন্দির পুনর্নিমানের সময় এসেছে।

ট্যুইটারে স্বামী লেখেন, ‘বারাণসীতে বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন হোলকার সাম্রাজ্যের রানী অহল্যাবাঈ। কারণ, তিনি জানতেন জ্ঞানব্যাপী বিশ্বনাথ মন্দির ভূমি সমস্যার সমাধান শীঘ্র মিটবে না। ঔরঙ্গজেবের নির্দেশেই সেই স্থলে একটি মসজিদ নির্মাণ হয়েছিল। এখন সেই বিষয়টি ঠিক করার সময় এসেছে।’ উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দির ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। সেই কারণে এই স্থান হিন্দুদের কাছে খুবই পবিত্র।

https://platform.twitter.com/widgets.js

সম্পর্কিত খবর