আগামী এক বছরের মধ্যে ভারতের সাথে যুক্ত হতে চলেছে পাক অধিকৃত কাশ্মিরঃ সুব্রামানিয়ান স্বামী

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতার পর সর্দার প্যাটেল ৬০৩ টি অংশকে এক করে নতুন ভারতের নির্মাণ করেছিল। সংবিধানে ৩৭০ ধারা একটা বড় ভুল ছিল। খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হবে, আর পাক অধিকৃত কাশ্মীর আগামী এক বছরের মধ্যে ভারতের অংশ হয়ে যাবে। রাজ্যসভার বিজেপি সাংসদ ডঃ সুব্রক্ষণ্যম স্বামী অযোধ্যার অবধ বিশ্ববিদ্যালয়ে বলেন। অবধ বিশ্ববিদ্যালয়ে গতকাল ৩৭০ ধারা নিয়ে নিজের মতামত পেশ করেন বিজেপির সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী।

   

উনি বলেন, ভারতে সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা আছে। ঐতিহাসিকবিদ এবং চীনের বৌদ্ধরাও ভারতকে হিন্দু রাষ্ট্র বলেয় পরিচয় দেয়। তিনি বলেন, ৬০০ বছর রাজত্ব করে মুঘলেরা আমাদের শোষণ করেছে। নতুন ভারত তৈরি করতে হলে, আগা সত্য ইতিহাস জানতে হবে। স্বাধীন ভারতে ৩৭০ ধারার বিরোধিতা সংবিধানের জনক ডঃ বাবাসাহেব আম্বেদকরও করেছিলেন। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে কোন ভুল করেনি মোদী সরকার।

উনি বলেন, রাষ্ট্র পুঞ্জ থেকেও সপাটে চর খেয়েছে পাকিস্তান। আমেরিকা, রাশিয়া ছাড়াও বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলো কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সমর্থন করেছে। এবার আগামী এক বছরের মধ্যে পিওকে ভারতের অংশ হয়ে যাবে। বালুচিস্তান স্বাধীন হয়ে ভারতের সাথে মিশে যাবে। ভারতের ম্যাপকে নতুন করে করার সময় হয়ে এসেছে। তিনি বলেন, ১৯৫০ সালে ভারতকে সংযুক্ত রাষ্ট্রে স্থায়ী সদস্য পর দেওয়ার জন্য রজবেল্ট সমর্থন করেছিল।

অয্যোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে সুব্রক্ষণ্যম স্বামী বলেন, সুপ্রিম কোর্টে হারের পর মুসলিমদের বোধগম্য হবে। উনি বলেন, মসজিদ যখন তখন বানানো যায়, নামাজ যেখানে খুশি পড়া যায়, কিন্তু ভগবান রাম এর পূজা শুধুমাত্র রাম জন্মভূমিতেই হতে হবে। কংগ্রেসের নেতা তথ্যা প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমের গ্রেফতারি নয়ে সুব্রক্ষণ্যম স্বামী বলেন, সরকারের নিশানায় অনেক কংগ্রেসি আছে। সনিয়া গান্ধী জামিন নিয়ে ঘুরছে। শশী থারুর জামিনে আছেন। হরিয়ানার কংগ্রেস নেতা হুড্ডা জামিনে আছেন। সুব্রক্ষণ্যম স্বামী বলেন, প্রথমে সনিয়া গান্ধীকে জেলে পাঠাতে হবে।

পাকিস্তান ইস্যু নিয়ে সুব্রক্ষণ্যম স্বামী বলেন, পাকিস্তানের চার টুকরো করা উচিত। এক মানবাধিকার সেন্টার বানানো উচিত, যেটার মাধ্যমে বালুচিস্তান এবং সিন্ধ প্রদেশে মানবাধিকার হনন এর রিপোর্ট রাখতে হবে। দেশের বর্তমান অর্থব্যাবস্থা নিয়ে সুব্রক্ষণ্যম স্বামী বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বোবা ছিলেন, আর একজন অশিক্ষিত মহিলার সামনে মাথা ঝুকাতেন, এর জন্য ওনার ওই জ্ঞানের কোন মানেই নেই। আরেকদিকে নির্মলা সীতারমন অর্থশাস্ত্র নিয়ে কিছুই জানেনা। এরজন্য দেশের আর্থিক অবস্থা নিয়ে ওনার কোন দোষ নেই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর