বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ক্ষেত্রেই সফলতা (Success Story) অর্জনের জন্য প্রয়োজন হয় সঠিক পরিশ্রম এবং অদম্য জেদের। কারণ, সফল হওয়ার পথ কখনোই মসৃণ হয় না। সেখানে আসে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা। আর সমস্ত বাধাকে উপেক্ষা করে যাঁরা স্বপ্নপূরণের দিকে এগিয়ে যান তাঁরাই হাসিল করেন সাফল্য। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক লড়াকু যুবতীর প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি তাঁর কঠিন পরিশ্রমের ওপর ভর করে UPSC পরীক্ষায় সফলতা অর্জনের মাধ্যমে IAS অফিসার হয়েছেন।
IAS অফিসার হয়ে স্বপ্নপূরণ (Success Story) করলেন নেহা:
প্রসঙ্গত উল্লেখ্য যে, UPSC হল এমনই একটি পরীক্ষা যেটিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত করা হয়। প্রত্যেক বছর হাজার হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই সফলতা (Success Story) হাসিল করতে পারেন। তবে, বারংবার অসফল হয়েও জেদের ওপর ভর করে স্বপ্নপূরণের মাধ্যমে প্রত্যেকের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন নেহা বাডওয়াল। যিনি পরপর তিনবার এই পরীক্ষায় ব্যর্থতার সম্মুখীন হলেও তারপরে তৈরি করেন নজির।
IAS নেহা বাডওয়াল: প্রথমেই জানিয়ে রাখি যে, রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন নেহা। তাঁর বাবা শ্রাবণ কুমারের সরকারি চাকরির কারণে পরিবার নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে থাকেন। যে কারণে নেহাকেও অনেক স্কুল বদলাতে হয়েছে। জয়পুরের স্কুলের পাশাপাশি তিনি ছত্তিশগড়ের ডিপিএস বিলাসপুর এবং কিডজি হাইস্কুল এবং ভোপালের ডিপিএস কোরবার মতো স্কুলে পড়াশোনা করেন। তবে, বারংবার স্থান এবং স্কুল পরিবর্তন হলেও সেই প্রভাব নেহার পড়াশোনায় পড়েনি।
প্রথম তিন প্রচেষ্টায় সাফল্য পাননি: নেহা রায়পুরের ডিবি গার্লস কলেজে ভর্তি হন এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি টপার হন। তাঁর বাবা আসলে একজন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন। তাঁকে দেখেই তিনি সিভিল সার্ভিসে আসার মনস্থির করেন। পড়াশোনা শেষ করে তিনি UPSC CSE-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু তিনি একাধিকবার ব্যর্থতার সম্মুখীন হন। নেহা তাঁর প্রথম তিনবারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
সোশ্যাল মিডিয়া, মোবাইল এবং বন্ধুদের থেকে ৩ বছর দূরে ছিলেন: বারংবার ব্যর্থতার সম্মুখীন হয়ে নেহা একটি চরম সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মনে করেছিলেন যে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন তাঁর পড়াশোনায় বাধা দিচ্ছে। তাই, প্রস্তুতির সময় তিনি এগুলি থেকে সম্পূর্ণ দূরে থাকার সিদ্ধান্ত নেন। তিন বছর ধরে নেহা নিজেকে পুরোপুরি পড়াশোনায় নিয়োজিত করেছিলেন। এমনকি তিনি নিজেকে তাঁর বন্ধুবান্ধব এবং পরিবার থেকেও দূরে সরিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন: আচমকাই উধাও ঘুষ কাণ্ডের প্রভাব! একদিনে ৭৩,০৫৯ কোটির সম্পদ বাড়ল আদানির, কিভাবে করলেন বাজিমাত?
IAS নেহার UPSC র্যাঙ্ক এবং মার্কস: প্রস্তুতির সময় বেশ কয়েকবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি করেননি নেহা। তাঁর আসল লক্ষ্য ছিল IAS অফিসার হওয়া। অবশেষে ২০২১ সালে, নেহার কঠোর পরিশ্রমের ওপর ভর করে আসে সাফল্য (Success Story)। চতুর্থ প্রয়াসে তিনি CSE পরীক্ষায় অল ইন্ডিয়ায় ৫৬৯ র্যাঙ্ক সহ পাস করেন। নেহা মাত্র ২৪ বছর বয়সে মোট ৯৬০ নম্বর পেয়ে IAS হওয়ার স্বপ্নপূরণ করেছিলেন।
আরও পড়ুন: বিরাট নজির গড়ার পথে ISRO! প্রস্তুত ভারতীয় স্পেস স্টেশনের পরিকল্পনা, থাকবেন কতজন মহাকাশচারী?
এখন অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন: এই বিরাট সাফল্যের পর নেহা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ইনস্টাগ্রামে তাঁর ২৮,০০০-এরও বেশি ফলোয়ার্স রয়েছে। এখন তিনি UPSC অ্যাস্পিরেন্টদের জন্য প্রস্তুতির টিপস শেয়ার করেন এবং তাঁদের তাদের লক্ষ্য (Success Story) অর্জনে অনুপ্রাণিত করে থাকেন।