জীবনে এই দিনটায় দেখার জন্য অপেক্ষায় ছিলাম, নরেন্দ্র মোদীকে শেষ টুইট করেছিলেন সুষমা স্বরাজ

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj) গতকাল স্বর্গবাস করেন। মঙ্গলবার সন্ধ্যা 9 টার দিকে অস্থিরতার অভিযোগ পেয়ে 67 বছর বয়সী সুষমাকে এইমস (AIIMS) এ ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুষমাজির মতো দ্বিগজ নেত্রীর মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশে শোকের ছায়া পড়েছে। বলা হচ্ছে যে কাল সন্ধ্যায় সুষমা স্বরাজ তার বাড়িতে পড়ে গেছিলেন। কিছুক্ষণ পরে তিনি নার্ভাস হতে লাগলে, উনাকে তাড়াহুড়ো করে এইমসে আনা হয়েছিল। জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

   

বলা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। সুষমা স্বরাজ (Sushma Swaraj)
ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রবীণ নেতা ছিলেন এবং বিজেপির মহিলা নেতাদের মধ্যে শীর্ষস্থানীয় অবস্থানে ছিলেন। সুষমা স্বরাজ তাঁর অনন্য বক্তৃতা শৈলীর কারণে খুব বিখ্যাত ছিলেন। উনি লোকসভা ও রাজসভায় অনেক বার চিত্তাকর্ষক বক্তৃতা দিয়েছিলেন। সুষমা স্বরাজ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অংশ নেননি। স্বরাজ খারাপ স্বাস্থ্যের কারণ জানিয়ে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করেছিলেন।

সুষমা স্বরাজ (Sushma Swaraj) ২০০৯ ও ২০১৪ সালে মধ্য প্রদেশের বিদিশা থেকে নির্বাচনে জিতেছিলেন এবং MP নির্বাচিত হয়েছিলেন। এর পাশাপাশি তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলীয় নেত্রী ভূমিকাও পালন করেছিলেন। সুষমা স্বরাজ (Sushma Swaraj) উনার মৃত্যুর তিন ঘন্টা আগে পর্যন্ত টুইটারে সক্রিয় ছিলেন। মৃত্যুর তিন ঘন্টা আগে উনি যে টুইট করেছিলেন তা নিয়ে এখন সোস্যাল মিডিয়ায় জোরদার চর্চা চলছে। সুষমা স্বরাজ (Sushma Swaraj) টুইট করে J&K থেকে ধারা 370 বিলুপ্তের উপর টুইট করেছিলেন।

সুষমা স্বরাজ (Sushma Swaraj) টুইট করে লিখেছিলেন- ‘আমি আমার জীবনে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই টুইট করেছিলেন সুষমা স্বরাজ। জানিয়ে দি, এটাই উনার শেষ টুইট ছিল। এই কারণে সোশ্যাল মিডিয়ায় লোকজনের দাবি, J&K থেকে ধারা 370 মুছে যাওয়া দেখার জন্যেই সুষমা স্বরাজ (Sushma Swaraj) বেঁচে ছিলেন।

জানিয়ে দি, সুষমা স্বরাজের (Sushma Swaraj) জন্ম হয় 1954 সালের 14 ফেব্রুয়ারি। তিনি বিজেপির প্রবীণ নেত্রী ছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবীও ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালনকারী দ্বিতীয় মহিলা ছিলেন। উনি মাত্র 25 বছর বয়সে 1977 সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করেছিলেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীও ছিলেন। ২০১৪ সালে, সুষমা স্বরাজ দ্বিতীয়বারের জন্য মধ্য প্রদেশের বিদিশা থেকে ৪ লাখ ভোটে জিতেছিলেন।

সম্পর্কিত খবর