চেকিংয়ের সময় কৃত্রিম পা খুলতে বলা হয়! বিমানবন্দরে হেনস্থা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুধা চন্দ্রন

বাংলাহান্ট ডেস্ক: নৃত‍্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রন (sudhaa chandran), কৃত্রিম পা নিয়ে নেচেই ভারতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি এই কৃত্রিম পায়ের জন‍্যই বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন তিনি। চেকিংয়ের সময় তাঁর কৃত্রিম পা নিয়ে সমস‍্যার সৃষ্টি করেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। এমনকি তাঁকে কৃত্রিম পা খুলেও রাখতে বলা হয় বলে অভিযোগ করেছেন সুধা।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল একটি ভিডিও বার্তায় সুধা বলেন, ‘একটি ব‍্যক্তিগত বিষয় আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে বলতে চাই। কেন্দ্রীয় সরকারের কাছে এটা আমার একটা আবেদন। আমি সুধা চন্দ্রন, পেশায় একজন নৃত‍্যশিল্পী এবং অভিনেত্রী, যে কৃত্রিম পা নিয়ে নেচে ইতিহাস রচনা করেছে এবং দেশকে গর্বিত করেছে।’

sudha chandran new
এরপর তিনি বলেন, ‘কিন্তু যখনি আমি পেশার জন‍্য ভ্রমণ করি, প্রত‍্যেক বার আমাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। আমি যখনি নিরাপত্তারক্ষীদের, CISF অফিসারদের অনুরোধ করি আমার কৃত্রিম পায়ের চেকিং করে নিন প্রতিবার আমাকে বলা হয় আমার কৃত্রিম পা টি খুলে তাঁদের দেখাতে। এটা কি সম্ভব মোদী জি? আমাদের দেশ কি এটাই বলছে? সমাজে একজন নারী অন‍্য নারীকে কি এই সম্মানটাই দেয়? আমার একান্ত অনুরোধ মোদী জি, দয়া করে বর্ষীয়ান নাগরিকদের একটা কার্ড দিন যাতে বোঝা যায় তারা বর্ষীয়ান নাগরিক।’

ভিডিওর ক‍্যাপশনেও ক্ষোভ প্রকাশ করে সুধা চন্দ্রন লিখেছেন, ‘খুব দুঃখজনক। প্রতিবার এই হেনস্থার মধ‍্যে দিয়ে যাওয়া সত‍্যিই খুব বেদনাদায়ক। আশা করি আমার বার্তাটা রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছাবে। দ্রুত ব‍্যবস্থা নেওয়ার আশা রাখছি।’

https://www.instagram.com/p/CVSmB8iIDUJ/?utm_medium=copy_link

তবে সুধা চন্দ্রনের এই ভিডিওটি ভাইরাল হতেই CISF এর তরফে একটি টুইট করে ক্ষমা চাওয়া হয় নৃত‍্যশিল্পীর কাছ থেকে। CISF এর বক্তব‍্য, নিরাপত্তার খাতিরেই কৃত্রিম পা টি খুলে রাখতে বলা হয়েছিল। ভবিষ‍্যতে যাতে এমন পরিস্থিতি আর না হয় সেদিকে লক্ষ‍্য রাখবে তারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর