Zee News ছেড়ে এবার এই চ্যানেলে যোগ দিলেন সুধীর চৌধুরী, ভিডিও জারি করে জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্ক: জি নিউজ (Zee News) থেকে পদত্যাগের পর সাংবাদিক সুধীর চৌধুরী (Sudhir Chaudhary) সম্পর্কে শুরু হয় তীব্র জল্পনা। এমনকি, একটা সময়ে জানা গিয়েছিল যে, জি’র সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি এবার নিজস্ব কোনো চ্যানেল শুরু করবেন। যদিও, সোমবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার তাঁর পরবর্তী পদক্ষেপের কথা জানা গিয়েছে। মূলত, সুধীর চৌধুরী “ইন্ডিয়া টুডে” গ্রুপের চ্যানেল “আজ তক”(Aaj Tak)-এ যোগ দিয়েছেন।

“ইন্ডিয়া টুডে” গ্রুপের ভাইস চেয়ারপার্সন কলী পুরী এই তথ্য দিয়েছেন:
“ইন্ডিয়া টুডে” গ্রুপের চেয়ারপার্সন কলী পুরী সুধীর চৌধুরীর আজ তকে যোগ দেওয়ার প্রসঙ্গে তথ্য উপস্থাপিত করেছেন। পাশাপাশি, তিনি লিখেছেন, “আমি জানাতে পেরে আনন্দিত যে, সুধীর চৌধুরী আজ তকের একজন পরামর্শক-সম্পাদক হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন। সুধীর এবং ‘আজ তক’ আমাদের ১০০ মিলিয়ন দর্শকদের জন্য তাঁর সঞ্চালনায় একটি উত্তেজক নতুন শো নিয়ে আসতে সহযোগিতা করছেন। সংবাদ পরিচালক সুপ্রিয়া প্রসাদের তত্ত্বাবধানে হবে অনুষ্ঠানটি।” সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আনন্দিত যে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা তাঁর ভক্তদের হতাশ করবে না। আর এটাই তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জি নিউজ থেকে পদত্যাগের সময়ে এই তথ্য দেওয়া হয়:
সুধীর চৌধুরীর পদত্যাগের বিষয়ে জি মিডিয়া গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র একটি চিঠি সামনে নিয়ে আসেন। যেখানে তিনি বলেন, “আমি সুধীরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে, তিনি তাঁর ফ্যান-ফলোয়িং ব্যবহার করে নিজের একটি উদ্যোগ শুরু করতে চান। আমি তাঁর উন্নতির পথে বাধা দিতে চাইনা। তাই আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং তাঁর ভবিষ্যতের জন্যেও শুভকামনা জানিয়েছি।”

সুধীর কি জানিয়েছেন:
“আজ তক” নিউজ চ্যানেলে যোগদানের পরে, সুধীর চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম, আমাকে দেখার জন্য সকলেই উদগ্রীব হয়ে রয়েছেন। প্রতিদিন রাত ৯ টায় আমাদের যে দেখা হত, তা অনেক দিন ধরেই হয়নি। তাই, আমি কথা দিয়েছিলাম আপনাদের আর অপেক্ষায় রাখব না। আমি ‘আজ তক’ নিউজ চ্যানেলে যোগ দিয়েছি এবং আগের মতই আবার দেখা হবে।”

সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া:
এদিকে এই খবর সামনে আসতেই তাঁর ভক্তদের তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পাশাপাশি, টুইটারে #SudhirOnAajtak ট্রেন্ডিং হতে শুরু করেছে। সর্বোপরি সুধীরের নতুন এই পদক্ষেপের জন্য তাঁকে শুভকামনা জানাচ্ছেন সবাই। পাশাপাশি, নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “আপনি এই সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। আমরা ভেবেছিলাম আপনি নিজের উদ্যোগে কিছু শুরু করতে চলেছেন।” অপরদিকে, আর এক ব্যবহারকারী জানিয়েছেন, “গোটা ভারত আপনার শো দেখার জন্য প্রস্তুত।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর