বিশ্বে এই প্রথমবার! শুধু একটি স্যুইচ টিপেই নিজের জীবন শেষ করে দিলেন প্রৌঢ়া! আসল কেসটা কী?

বাংলাহান্ট ডেস্ক: ‘সুইসাইড পড’ (Suicide Pod) নিয়ে শুরু থেকেই ছিল তুমুল বিতর্ক। সেই বিতর্কিত  ‘সুইসাইড পড’ ব্যবহার করেই আত্মহত্যার পথ বেছে নিলেন এক মার্কিন মহিলা। জানা গিয়েছে, মৃতা বৃদ্ধার বয়স ৬৪ বছর। সুইজারল্যান্ডে এই প্রথম  ‘সুইসাইড পড’ (Suicide Pod) ব্যবহার করে ঘটল আত্মহত্যার ঘটনা।

‘সুইসাইড পড’ (Suicide Pod) ব্যবহার করে আত্মহত্যা

বলা যেতে পারে সুইজারল্যান্ডে (Switzerland) এই প্রথম ব্যবহার করা হল ‘সুইসাইড পড’ (Suicide Pod)। ৬৪ বছর বয়সী ওই বৃদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহেই। 3D প্রিন্টেড পোর্টেবল ‘সুইসাইড পড’ পরিচিত ‘সারকোফেগাস’ নামে।

Suicide Pod

সংক্ষেপে অনেকেই এটিকে  ‘সারকো’ নামেও ডেকে থাকেন। পুলিশ সূত্রে খবর, ৬৪ বছর বয়সী ওই মার্কিন মহিলা সুইজারল্যান্ড ও জার্মানির সীমান্তে মেরিশাওসেন এলাকায় সোমবার আত্মঘাতী হন। তিনি এই ‘সুইসাইড পড’ (Suicide Pod) ব্যবহার করে মেরিশাওসেন এলাকার একটি জঙ্গলে আত্মহননের পথ বেছে নেন।

আরোও পড়ুন : মহালয়ার আগে মহাবদল! পর্ণার ধাক্কায় বেসামাল কথা-গীতা! বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে

‘সুইসাইড পড’ নিয়ে বিতর্ক বহুদিনের। আবিষ্কার কর্তারা দাবি করেছিলেন, ‘সুইসাইড পড’-এর একটি বোতাম টিপলেই ঢলে পড়া যায় মৃত্যুর কোলে। যদিও বিভিন্ন আইনি ও নৈতিক বিতর্ক রয়েছে এই বিতর্কিত ‘সুইসাইড পড’ নিয়ে। বলে রাখা ভালো, ইউথানেশিয়া বা ‘স্বেচ্ছামৃত্যু’ সম্পূর্ণ নিষিদ্ধ সুইজারল্যান্ডে। তবে সে দেশের আইনে কয়েক বছর ধরে কারোর ‘সহায়তায়’ মৃত্যুবরণ বৈধ করা হয়েছে।

Suicide Pod

যদিও এই আইন অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় প্রশাসনের তরফে। আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। মৃত্যু কখনোই হতে পারে না সমাধানের চাবিকাঠি। আপনি কি আত্মহত্যা প্রবণ? বিষন্ন? আত্মহননের চিন্তা থেকে সরে আসুন। সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে : (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭।

 


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর