দিলীপ একটা গবেট, বাজার গরম করে রাখার ছক এনআরসি ও রাজীব ইস্যু: সুজন চক্রবর্তী

বাংলা হান্ট ডেস্ক : এনআরসির প্রতিবাদে শুধুমাত্র রাজ্যের শাসক শিবিরই নয় সিপিএমও প্রতিবাদ জানিয়েছেন৷ তাই এ বার বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশনে মাধ্যমে বাঁকুড়া জেলায় মহামিছিল করল বামেরা৷ রবিবার বাঁকুড়ার এই মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী এছাড়াও একাধিক হেভিওয়েট নেতৃত্বরা৷ এ দিন মিছিলে এনআরসি নিয়ে একাধিক স্লোগানও তোলেন বাম কর্মী সমর্থকরা৷ এমনিতেই বিজেপি যখন রাজ্যে সুযোগ এলে এনআরসি চালু করার কথা ঘোষণা করেছিল ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিএম ও প্রতিবাদ জানিয়েছিল৷

সোমবার বিক্ষোভ মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এনআরসি আতঙ্কে রাজ্যের মৃতের সংখ্যা তুলে ধরে মুখ্যমন্ত্রীর দিল্লি গিয়ে বিজেপি নেতাদের সামনেই এনআরসি নিয়ে কোনও উচ্চবাচ্য না করায় ক্ষোভ প্রকাশ করেন৷ এমনকি রাজ্যের মানুষের মধ্যে এনআরসি আতঙ্ক গ্রাস করেছে এমনটাও বলেন তিনি৷ তাই এই আতঙ্কের সময় মানুষের সব থেকে কাছে প্রয়োজন সিপিএমকেই৷ পাশাপাশি এনার্জি যদি চালু করতে হয় তা হলে প্রাণ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে সিপিএম এমনটাও বলেন সুজন চক্রবর্তী

   

এমনকী এনআরসি করতে হলে লাশের ওপর দিয়ে করতে হবে বলেও জানান তিনি৷ এনআরসি প্রসঙ্গে সুজন চক্রবর্তী এদিন দিলীপ ঘোষকে কটাক্ষ করতেও ছাড়েন নেই৷ দিলীপ ঘোষকে গবেট বলে সম্বোধন করেন তিনি পাশাপাশি তাঁর কথা বলার ধরন অত্যন্ত অসভ্য এমনটাও বলেন৷ শুধু এনআরসি ইস্যুই নয় সাংবাদিকদের সামনে রাজীব কুমার ইস্যুতেও কথা বলেন সুজন চক্রবর্তী৷

বিজেপির পাশাপাশি তৃণমূলকে তোপ দেগেই বিজেপি ও তৃণমূলের রাজীব ইস্যু এবং এনআরসি ইস্যু বাজার গরম করে রাখার পরিকল্পনা বলেও জানান তিনি৷ যদিও সুজন চক্রবর্তীর দিলীপ ঘোষকে এই সম্বোধন করার পর রাজ্য বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

সম্পর্কিত খবর