দুর্নীতি মুক্ত বাংলা, কোনো মায়ের কোল যেন খালি না হয়! বিজেপির পুজো উদ্বোধনে প্রার্থনা সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ আজ মহাষষ্ঠী। মা দুর্গার বোধন, আনন্দে আত্মহারা প্রতিটি বাঙালি। এর মাঝে সল্টলেকে (Saltlake) EZCC-তে পুজো উদ্বোধন করতে এসেও বাংলার বুকে একের পর এক দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।। যদিও তার পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল।

সাম্প্রতিক সময়ে এসএসসি, প্রাথমিক টেট থেকে শুরু করে গরু পাচার এবং কয়লা পাচার সহ একাধিক দুর্নীতি মামলার উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এ সকল মামলার দরুণ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে। এছাড়া অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকজন চাকরি পেলেও এখনো পর্যন্ত সমস্যা দূর হয়নি অনেকেরই।

দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। এদিন সল্টলেকে পুজো উদ্বোধন করতে এসে এ সকল প্রসঙ্গে মুখ খুললেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “পুজোর সময়ও মানুষের দুঃখের শেষ নেই। আন্দোলন করে চলেছে বেকাররা। মা দুর্গাকে প্রার্থনা করছি, বাংলাকে দুর্নীতিমুক্ত করুন। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট যেন সন্ত্রাসমুক্ত হয়, সেই প্রার্থনা করি।”

যদিও সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “দুর্নীতিতে জড়িত হলে তার শাস্তি হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। তবে এখন রাজ্যে নিয়োগ প্রয়োজন। আদালত কি নির্দেশ দেয়, সেটাই দেখার।”

download 13

উল্লেখ্য, ২০২০ সাল থেকে শুরু করে পরপর তিনবার আয়োজিত হয়ে চলেছে বিজেপির দুর্গাপুজো। ২০২০ সালে দুর্গাপুজোর উদ্বোধনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে নিয়ম মেনে এ বছর পরপর তৃতীয়বারের মতো পুজোর উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি। তবে এক্ষেত্রে দুর্গাপুজোর উদ্বোধনে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিত না থাকা প্রসঙ্গে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে অমিত শাহ এবং জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত কেউই আসেননি। অবশেষে এদিন পুজো উদ্বোধন করেন সুকান্ত মজুমদার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর