মিউজিক শুনিয়ে চিকিৎসা সাফল্য, ইতিহাস গড়লেন বাঙালী ডাক্তার

BanglaHunt : চিকিৎসা সঙ্গে মায়াজাল মিশিয়ে দিয়েছেন বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমের সহ অধিকর্তা অর্থোপেডিক সার্জন ডা. সুমন্ত ঠাকুর।বাঁ হাতে অস্ত্রোপচার চলছে এবং ডান হাতে সে সুর দিচ্ছেন দারবুকায়।

পায়ে চিকিৎসা চলাকালীন ডুবকি বাজিয়ে গান ধরছেন তিনি। এই চিকিৎসা বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাতে কোনো অসুবিধা হচ্ছে না বরং ম্যাজিক হচ্ছে।

শুধুমাত্র অস্ত্রোপচারের জায়গাটুকু করতে হচ্ছে।একশোরও বেশি রোগীর ওপর এমন পরীক্ষা করেছেন। ৫০ জন রোগীকে ‘ফুল অ্যানেস্থেশিয়া’ করা হয়েছে।তাদের মধ্যে ৪৩ জনের উপর সুরতালের সার্থক প্রভাব ফেলেছে।

Screenshot 2019 0719 131126ডা. ঠাকুর এই সুর শল্য চিকিৎসার জন্য নির্বাচিত হল ‘ ইউআরএফ গ্লোবাল অ্যাওয়ার্ড, 2019’ এর জন্য।সম্প্রতি ‘ইউনিভার্সেল রেকর্ড ফোয়াম’ তরফে শংসাপত্র এবং স্মারক তুলে দেন ভাইস প্রেসিডেন্ট শুভদীপ চট্টোপাধ্যায় এবং মিডিয়া ইনচার্জ উদয়ন বিশ্বাস। সুমন্তর মতে, মিউজিক আমাদের শরীরের হরমোন ক্ষরণ বাড়ায় তাই ব্যথা অনুভব কম হয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর