গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে উঠে বিরাট কোহলিকে ধন্যবাদ জানালেন সুমিত নাগাল

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল (Sumit Nagal) মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মার্কিন টেনিস তারকা ব্রাডলিকে হারিয়েছেন সুমিত নাগাল এবং তিনি পৌঁছে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। 2013 সালের পর নজির গড়ে প্রথম কোন ভারতীয় টেনিস তারকা কোন গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। দ্বিতীয় রাউন্ডে সুমিত নাগালের সামনে শক্তিশালী ডমিনিক থিম কিন্তু তবুও ভয় পেতে নারাজ সুমিত।

2013 সালে শেষবার কোন ভারতীয় হিসাবে এই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সোমদেব দেববর্মন। 7 বছর পর ফের ভারতের হয়ে সুমিত নাগাল এই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে নজির গড়লেন। প্রথম রাউন্ডের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠার পরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সুমিত নাগাল।

এই দুর্দান্ত সাফল্যের পর ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল জানিয়েছেন, “এটা আমার জীবনের প্রথম কোনও গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে ওঠা। আমার জীবনের এটা একটা বিশেষ মুহূর্ত। আমি খুবই খুশি তবে এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কারণ বিরাট কোহলির সংস্থা না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমাকে এই জায়গায় পৌঁছানোর পিছনে বিরাট কোহলির সংস্থার খুব বড় অবদান রয়েছে।”

দ্বিতীয় রাউন্ডে সুমিত নাগালের সামনে প্রতিপক্ষ বিশ্বের তৃতীয় ডমিনিক থিম। কিন্তু এতেও কোন প্রকার ভয় না পেয়ে বরং ইতিহাস তৈরি করতে মরিয়া ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর