রবিবার ইতিহাসের বৃহত্তম সমাবেশ হতে চলেছে বাংলায়ঃ কৈলাশ বিজয়বর্গীয়

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৭ ই মার্চ বিজেপির (bjp) মাহাত্ম্য ছড়িয়ে দিতে আবারও বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। আগামী রবিবার ব্রিগেডের মাঠে ১০ লক্ষেরও বেশি মানুষকে জড়ো করার টার্গেট গেরুয়া শিবিরের। আগামী রবিবার রেকর্ড ভেঙ্গে জনজোয়ারে ভাসতে চলেছে ব্রিগেড- বিজেপির লক্ষ্য।

মুকুল রায়ের সঙ্গে এদিনের সভার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নেমে পড়েছেন কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। ইতিহাসের বৃহত্তম সভা করার লক্ষ্যে পদ্ম শিবির। কৈলাশ বিজয়বর্গীয়র কথায়- ‘এদিন ইতিহাসের বৃহত্তম সভা হতে চলেছে ব্রিগেডের মাঠে। মমতা ব্যানার্জি এবার বাংলা থেকে বিদায় নিতে চলেছেন’।

kailash vijay 1

প্রসঙ্গত জানিয়ে রাখি, বুধবার হতে চলেছে তৃণমূলের (tmc) প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির (bjp) পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালেই ঘোষিত হবে নির্বাচনের প্রার্থী তালিকা। এদিকে আবার তৃণমূলের দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার কথা শুক্রবার। তবে তৃণমূলের সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে কিনা, সেটাই দেখার বিষয়।

আবার সূত্রের খবর, প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর যে ৩০ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে, সেখানকার প্রার্থীরা আগামী ৭ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৯ ই মার্চের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে পারবে। আর অন্যদিকে দ্বিতীয় দফার ভোট দানের ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়ন জমা দিতে হবে ১২ ই মার্চের মধ্যে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর