“বিষয়টা আমাদের হাতে নেই, ছেলেদের বলেছি মাঠের খেলায় মনোযোগ দিতে” মন্তব্য সুনীল ছেত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে ভারতীয় ফুটবলে ফিফার স্থগিতাদেশের হুমকি নিয়ে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। রবিবার নিজের সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় তিনি তাদের মাঠের বাইরের জিনিস নিয়ে মাথা না ঘামিয়ে মাঠের মধ্যে নিজেদের সেরাটা করে দেখানোর পরামর্শ দিয়েছেন। তার এই পরামর্শ শুনে তার প্রত্যেক সতীর্থ অনুশীলনে আরও উদ্বুদ্ধ হয়ে উঠেছেন বলে শোনা গিয়েছে।

আগস্ট মাসের শুরুতে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের (সুপ্রিম কোর্টের) প্রভাবের কারণে এআইএফএফকে ট্রান্সফার মার্কেট ব্যবহারে রদ লাগানোর এবং আসন্ন অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের মাত্র কয়েকদিন পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ফিফার ক্ষোভ ছিল। আগামী ২৮শে আগস্ট সেই নির্বাচন হওয়ার কথা।

সুনীল ছেত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন “আমি দলের সকলের সাথে এই নয় কথা বলেছি এবং ওদের প্রতি আমার পরামর্শ হল এই ব্যাপার নিয়ে যেন খুব বেশি মনোযোগ না দেওয়া কারণ এই বিষয়টি আমাদের খেলোয়াড়দের হাতের বাইরে, ভারতীয় ফুটবলের যারা এই বিষয়টির সাথে জড়িত তারা নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টা করছে। আমাদের তাতে কোনও ভূমিকা নেই।”

আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়েও ছেত্রীর নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন “এটি একটি অত্যন্ত বিশেষ প্রতিযোগিতা আমার কাছে কারণ এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এবং আমার দল এখনও এই জিততে পারেনি,  ব্যক্তিগতভাবেও আমি ডুরান্ড কাপ জিততে পারিনি এবং এবার সেই লক্ষ্যপূরণে আগ্রহী।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর