এই বছর টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার বদলে ভারতের মাটিতে করার প্রস্তাব দিলেন সুনীল গাভাস্কার।

এই বছর এবং আগামী বছর মিলে পরপর দু’বছরে দুটি টিটোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এই বছরের শেষের দিকে অর্থাৎ 18 ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবার পরের বছর অর্থাৎ 2021 সালে ভারতের মাটিতে বসতে চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাই প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে যাতে একে অপরের সঙ্গে অদল বদল করে নেয়।

প্রাপ্তন এই ভারত ওপেনারের মতে, যদি অস্ট্রেলিয়ার আগে ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে দুই দেশের উচিৎ নিজেদের মধ্যে চুক্তি করে বিশ্বকাপ আয়োজনের অধিকার অদল বদল করে নেওয়া।

এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনার প্রকোপ থেকে বাঁচতে অস্ট্রেলিয়া সরকার 30 শে সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের দেশের সীমান্ত অন্য দেশের জন্য বন্ধ রেখেছে। এমন পরিস্থিতি অক্টোবর মাস থেকে শুরু হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। সেই কারণেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার প্রস্তাব দিয়েছেন দুই দেশ একে অপরের সঙ্গে চুক্তি করে  টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অদল বদল করে নিক।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর