২০২৩ বিশ্বকাপ পর্যন্ত BCCI প্রেসিডেন্ট হিসাবে সৌরভ গাঙ্গুলিকেই চাইছেন সুনীল গাভাস্কার।

বাংলাহান্ট ডেস্ক: 2023 সালে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেই দেখতে চান প্রাক্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।

সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোন ব্যাক্তি রাজ্য এবং জাতীয় বোর্ড মিলিয়ে ছয় বছরের বেশি কোন পদে থাকতে পারবেন না। ছয় বছর কোন পথে থাকার পর তাকে বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। আর সেই নিয়ম অনুযায়ী কয়েক সপ্তাহ পরেই প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির মেয়াদ বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 17 ই আগস্ট।

142554121bce147fbdca484845aa4d5b3280133341e091a49ebd66747c95d86b888a6f93a 1

মুম্বাইয়ের এক নামি পত্রিকায় প্রাপ্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার লিখেছেন, সৌরভ গাঙ্গুলীর মেয়াদ বৃদ্ধির জন্য মামলার রায় পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কাজকর্মে কিছুটা হলেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কারণ এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। তবে সুপ্রিম কোর্ট যায় সিদ্ধান্ত দিক না কেন ব্যক্তিগতভাবে আমি মনে করি সৌরভ গাঙ্গুলী এবং তার পুরো টিমের 2023 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতায় থাকার দরকার। এবার এটাই দেখার যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি সিদ্ধান্ত জানায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর